প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ১০, ২০২৫, ১২:৪৯ এ.এম || প্রকাশের তারিখঃ মে ১৪, ২০২১, ৮:৫০ এ.এম
পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন শামিম রেজা ডলার

সিয়াম সাধনার মাস রমজান, আর এই রমজান মাসের পরেই খুশির ঈদ৷ তবে একা খুশি থাকার নাম ঈদ নয়, সবাই মিলে খুশি থাকার নামই ঈদ। ধনী-গরীবের হিংসা বিদ্বেষ ভুলে, উঁচু নিচু ভেদাভেদ ভুলে সকল মানুষের সাথে মিলেমিশে খুশি ভাগাভাগি করে নেওয়াই ঈদ।
তাই রমজান শেষে খুশির ঈদে সকল পেশার মানুষকে ঈদের শুভেচ্ছা জানিয়েছে সামিম রেজা ডলার৷ তিনি বলেন ঈদ মানে খুশি ঈদ মানে আনন্দ৷
রমজানের এই মাসে সকল পেশার মানুষের কল্যানে প্রতিটি মানুষের ঘরে ফিরে আসুক সুখ ও শান্তির ছোয়া৷ মহান আল্লাহ তায়ালা সকলের গুনাহ মাফ করে দীনের রাস্তায় চলতে সাহায্য করুক৷ মহামারী করোনা ভাইরাসের কারণে দেশের মানুষ অশান্তিতে রয়েছে৷ মানুষের মনে শান্তি নেই,
বিরাজ করছে অশান্তি৷ দূরত্ব বজায় রেখে চলতে হবে মানুষকে বাধ্যতামূলক মাস্ক ব্যবহার করতে হবে। তবুও রমজানের এই পবিত্র মাসে সকল অশান্তির অবসান ঘটিয়ে পৃথিবী আবার শান্ত হয়ে সকলের মনে সুখ ফিরে আসবে৷
এই আশা ও প্রত্যাশা৷ সকল পেশার সর্বস্তরের মানুষকে ঈদের শুভেচ্ছা জানাই৷ প্রিয়জনদের সাথে আনন্দে কাটুক৷ সকলকে ঈদ মোবারক ।
সম্পাদক
এড. গৌরাঙ্গ বসু (ট্রিপল এম.এ)
প্রকাশক
সবুজ বালা
© ২০২৫ আলোকিত জনপদ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত