লক্ষ্মীপুর রামগঞ্জ উপজেলা সুবিধা বঞ্চিত ও পথশিশুদের মাঝে নতুন পোশাক বিতরণের মধ্যে দিয়ে ৭ম বারের মতো রামগঞ্জ ব্লাড ডোনার’স ক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়।
২০১৫ইং সনের ১২ মে প্রতিষ্ঠিত অত্র সংগঠন ৬ষ্ঠ বর্ষ শেষে ৭ম বর্ষে পদার্পণ উপলক্ষে সংক্ষিপ্ত আকারে এবারও পালন করা হয় দিবসটি।
এসময় সদস্যরা হেঁটে হেঁটে রামগঞ্জ পৌর শহরের পথশিশুদের মাঝে নতুন পোশাক বিতরণ করেন । পরে সদস্যদের নিয়ে ইফতার আয়োজন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, রামগঞ্জ ব্লাড ডোনার’স ক্লাবের সভাপতি মাহমুদ ফারুক, যুগ্ন সাধারণ সম্পাদক জাহিদ হাসান পাবেল, অর্থ সম্পাদক রায়হানুর রহমান,
তথ্য ও যোগাযোগ সম্পাদক ফজলে রাব্বী, দপ্তর সম্পাদক লোকমান হোসেন, সাংস্কৃতিক সম্পাদক সাঈদ আলম শাহীন, নির্বাহী সদস্য রাছেল হোসেন মাসুম, সদস্য রাফসান মাহমুদ, মেহেদী হাসান পাবেল, তানভির হোসেন ও আহাদুল শুভ প্রমূখ।