মাদারীপুর অসহায় হতদরিদ্র ও সুবিধা বঞ্চিত শতাধিক পরিবারকে ঈদ উপহার দিয়েছেন আলোর দিশারি মানবিক সংগঠন। মঙ্গলবার সকাল ১০টায় সদর উপজেলার ঝাউদি ইউনিয়নের মাদ্রা গ্রামে স্বাস্থ্যবিধি মেনে বাড়িতে বাড়িতে গিয়ে এই খাদ্যসামগ্রী বিতরণ করেন সংহঠনের সদস্যরা।
ঈদের আগে বিনামূল্য এসব খাদ্য সামগ্রী পেয়ে খুশি অসহায় হতদরিদ্র পরিবারগুলো। এ সময় প্রতিটি পরিবারের মাঝে ৫ কেজি চাল, ১কেজি ডাল, ১লিটার তৈল, ১কেজি চিনি, ও ১কেজি সেমাই দেয়া হয়।
ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে সংগঠনের প্রতিষ্ঠা সদস্য লিংকন মোল্লা বলেন, আলোর দিশারি মানবিক সংগঠন প্রতিষ্ঠার শুরু থেকেই আমরা সেবা মূলক কাজ করে যাচ্ছি।
আমাদের এই সেবা মূলক কাজে প্রবাসি ভাইয়েরা সহযোগিতা করে থাকেন। আমরা এভাবেই সেবা মূলক কাজ করে যাবো। সংগঠনের সদস্য শাহারিয়ার নাজিম সুজন বলেন, আমরা এ সংগঠনের মাধ্যমে অসহায় হতদরিদ্র ও সুবিধা বঞ্চিত মানুষকে সহযোগিতা করে যাচ্ছি।
আমার ঈদের এই উপহার সামগ্রি বিতরন করতে পেরে নিজেরা আনন্দবোধ করছি। এ সময় আরো উপস্থিত ছিলো সংগঠনের সদস্য বাবু হাওলাদার, সদস্য আল- আমিন খানসহ অনেকেই।