জামালপুরের মাদারগঞ্জে প্রবাসী কল্যাণ পরিষদের উদ্যোগে দুস্থ, হত দরিদ্রের মাঝে ঈদ সামুগ্রি বিতরণ চলমান রয়েছে। বিতরণের তৃতীয় দিনেও উপজেলার চরপাকেরদহ ইউনিয়নের দক্ষিণ ফাজিলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ১০০ জন দুস্থ হত-দরিদ্রের মাঝে এ ঈদ সামুগ্রি বিতরণ করা হয়।
বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ আমিনুর রহসান বি.এস.সি। প্রধান অতিথির বক্তব্য রাখেন- ঝারকাটা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আলহাজ্ব নজরুল হক।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন- চরপাকেরদহ ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী শেখ নজরুল ইসলাম,বীর মুক্তিযোদ্ধা মাফজ আলী প্রমুখ।
এ সময় মাদারগঞ্জ প্রবাসী কল্যাণ পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি রকিবুল ইসলাম খাঁনসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মাদারগঞ্জ প্রবাসী কল্যাণ পরিষদ এ পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকার ৬ শতাধিক দুস্থ মানুষের মাঝে ঈত উপহার বিতরণ করলো। তাদেই এই কার্যক্রম অব্যাহত বলে জানান,প্রতিষ্ঠাতা সভাপতি রবিকুল ইসলাম খাঁন।
সম্পাদক
এড. গৌরাঙ্গ বসু (ট্রিপল এম.এ)
প্রকাশক
সবুজ বালা
© ২০২৫ আলোকিত জনপদ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত