চাঁপাইনবাবগঞ্জের নাচোলে অসহায় ও সুবিধাবঞ্চিত ব্যক্তিদের হাতে ঈদের নতুন পোশাক তুলে দিচ্ছে নাচোলের একটি স্বেচ্ছাসেবী সংগঠন ইএলএস(ইফেকটিভ লিডারশীপ সোসাইটি)।
২০০৩ সালে প্রতিষ্ঠিত এই সংগঠনটি শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদানসহ বিভিন্ন সময়ে সমাজের অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়িয়ে তাদের মুখে হাসি ফোটায়।
সংগঠনটির বর্তমান সভাপতি আহমেদ আশিফ আক্তার মঞ্জু জানান, আমরা অন্যান্যবারের মত এবারও মানুষের জন্য কিছু করার চেষ্টা করছি।
করোনাকালীন অনেক মানুষ নিজের পোষাক এমনকি সন্তানের পোষাক কিনে দিতে পারছেন না, তাদেরকে আমরা খুঁজে আমাদের সাধ্যমত নতুন পোষাক দিয়ে সাহায্য করছি।
এদিকে সাধারণ সম্পাদক তোহিদুল ইসলাম জানান, ইএলএস এর সদস্যরা ও বিভিন্ন দাতাগোষ্ঠীর কাছে সাহায্য নিয়ে আমরা যতটুকু সম্ভব অসহায়দের পাশে থাকার চেষ্টা করছি।
সম্পাদক
এড. গৌরাঙ্গ বসু (ট্রিপল এম.এ)
প্রকাশক
সবুজ বালা
© ২০২৫ আলোকিত জনপদ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত