চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার পাঁকা ইউনিয়নে পবিত্র রমজান ও ঈদ-উল-ফিতর উপলক্ষে ভিজিএফ এবং চলমান করোনা পরিস্থিতির কারনে প্রধানমন্ত্রীর উপহার জিআর তালিকাভুক্তদের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
সোমবার বেলা ১১ টার দিকে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যাবস্থাপনা অধিদপ্তরের আয়োজনে ইউনিয়ন পরিষদ চত্বরে অত্র ইউনিয়নের চেয়ারম্যান জালাল উদ্দিনের সভাপতিত্বে উপকারভোগীদের মাঝে নগদ অর্থ বিতরণের মধ্যদিয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা ও ইউনিয়ন ট্যাগ অফিসার কাঞ্চন দাস।
এসময় আওয়ামী লীগ নেতা কফিল উদ্দিন, খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতা দেবব্রত মহন্ত, পাঁকা ইউনিয়নের ছাত্রলীগ সভাপতি আশিকুল ইসলাম আশিক ও সংশ্লিষ্ট ইউপি সদস্যরা উপস্থিত ছিলেন।
পবিত্র রমজান ও ঈদ-উল-ফিতর উপলক্ষে পাঁকা ইউনিয়নের ৯ টি ওয়ার্ডে ১৬৬১ টি অসহায়, দুঃস্থ ও অতি দরিদ্র পরিবারের মাঝে ৪৫০ টাকা করে ভিজিএফের নগদ অর্থ সহায়তা এবং চলমান করোনা পরিস্থিতির কারনে জিআর তালিকাভুক্ত ৫০০ টি পরিবারের মাঝে ৫০০ টাকা করে প্রধানমন্ত্রীর উপহার হিসাবে নগদ অর্থ দেওয়া হয়।
সম্পাদক
এড. গৌরাঙ্গ বসু (ট্রিপল এম.এ)
প্রকাশক
সবুজ বালা
© ২০২৫ আলোকিত জনপদ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত