পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মাটিরাঙ্গা কাঠ ব্যবসায়ী সববায় সমিতি লিঃ এর উদ্যোগে উপজেলার অসহায় হতদরিদ্র কর্মহীন খেটে খাওয়া শ্রমিকের,শতাধিক পরিবারের মাঝে ত্রান সামগ্রী বিতরণ করেন মাটিরাঙ্গা উপজেলা কাঠ ব্যবসায়ী সমবায় সমিতি।
ঈদ কে সামনে রেখে সোমবার (১০ মে ) সকাল ১১ ঘটিকার সময় উপজেলা কাঠ ব্যবসায়ী সমিতি কার্যালয়ের সামনে করোনায় কর্মহীন ও হতদরিদ্র পরিবারের মাঝে সেমাই, চিনি,বাদাম নারিকেল,দুধ সহ নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
ত্রান সামগ্রী বিতরণকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোঃ রফিকুল ইসলাম চেয়ারম্যান মাটিরাঙ্গা আদর্শ উপজেলা পরিষদ ও সভাপতি মাটিরাঙ্গা কাঠ ব্যবসায়ি সমিতি লিঃ , বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এম হুমায়ুন মোর্শেদ খান সভাপতি মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগ, সুভাষ চাকমা সাধারণ সম্পাদক উপজেলা আওয়ামী, হারুনুর রশিদ ফরাজি সাধারণ সম্পাদক মাটিরাঙ্গা কাঠ ব্যবসায়ী সমিতি ও সভাপতি পৌর আওয়ামী লীগ প্রমুখ।
এ সময় মাটিরাঙ্গা কাঠ ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি রফিকুল ইসলাম বলেন, করোনা মহামারীতে অনেক অসহায় মানুষ কর্মহীন হয়ে পড়েছে, মাটিরাঙ্গা কাঠ ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে চেষ্টা করছি অসহায় কর্মহীন মানুষের পাশে দাড়াতে আজকে প্রায় শতাধিক পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করছি, প্রয়োজনে আমরা আবারও সাহায্যের হাত বাড়িয়ে দিব।