অন্ধকারে ঘরের দরজার সামনে খাদ্যের প্যাকেট রেখে অসহায়দের সহায়তা করছেন ‘বাংলাদেশ অসহায় জনকল্যাণ ফাউন্ডেশন’ নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন।
ঈদুল ফিতর উপলক্ষে লক্ষ্মীপুর পৌর এলাকার ১১ নং ওয়ার্ডের প্রায় ৩০ টি বাড়িতে এ খাদ্য সহায়তার প্যাকেট পৌঁছে দেন সংগঠনের তরুণ সদস্যরা।
এতে রয়েছে চাল, ডাল, তেল, আলু, পেয়াজ, চিনি সেমাইসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি। সংগঠনের সদসরা জানান, স্কুল-কলেজের শিক্ষার্থীরা সংগঠনটি প্রতিষ্ঠা করেছে অসহায়দের পাশে দাঁড়ানো জন্য।
তাই লকডাউন এবং ঈদুল ফিতরকে সামনে রেখে সদস্যদের নিজস্ব অর্থায়নে কয়েকজন অসহায় পরিবারকে খাদ্য সহায়তা প্রদান করেছি।
তবে সমাজের ভিত্তবানদের সহযোগীতায় অসহায়দের মাঝে আরও ব্যাপক পরিসরে খাদ্য সহায়তা তুলে দেওয়ার ইচ্ছা রয়েছে।