শেরপুরের গণ মানুষের ভোটে পরপর পাচঁ বার নির্বাচিত সাংসদ,শেরপুর জেলা আওয়ামীলীগের সভাপতি,জাতীয় সংসদের মাননীয় হুইপ বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান আতিক এমপি।
৭১ এর রণাঙ্গনের কনিষ্ঠ রণবীর তার গভীর বাস্তব অভিজ্ঞতা, তীব্র মেধা, ঐশী শক্তি সম্পন্ন, বিচক্ষন-বিশ্লেষক, জনদরদী, সমাজ তথা রাষ্ট্রের কল্যানকামী এই মহান পুরুষ তার পরিচ্ছন্ন, উদারতা, ধর্ম ও সমাজের উন্নয়নের লক্ষে শেরপুরে হাজার হাজার কোটি টাকার প্রকল্পের কাজ চলমান।
তাই তো আজ রণবীর হুইপ আতিউর রহমান আতিক এমপির প্রতি শেরপুরবাসী কৃতজ্ঞ,গর্বিত। গারো পাহাড়ের পাদদেশে ব্রহ্মপুত্র বিধৌত শেরপুরের ১৫ লক্ষ জনগোষ্ঠীর অধ্যুশিত আওয়ামী পরিবারের অভিভাবক তিনি।
প্রজাতন্ত্রের মানস কন্যা,জননেত্রী শেখ হাসিনার অক্লান্তিক প্রচেষ্টায় বাংলাদেশের আজ উন্নয়নশীল দেশে তালিকায় স্থান করে নিয়েছে যার কোন অংশে পিছিয়ে নেই শেরপুর জেলা।
ডিজিটাল বাংলাদেশ গড়তে, জাতির পিতা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠা করতে, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্নকে বাস্তবায়ন করায় তার একমাত্র লক্ষ্য।
বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক, উন্নয়নে গতিশীল চিন্তার ব্যক্তিত্ব, সুদর্শন সাহসী ও জনপ্রিয় নেতা কনিষ্ঠ রণবীর, শেরপুর সরকারি কলেজের সবুজ চত্বরে বেডে ওঠা ছাত্রনেতা ভিপি আতিউর রহমান আতিক।
মাননীয় প্রধানমন্ত্রীর রাজনৈতিক মতাদর্শকে প্রেরনা হিসাবে উচ্চ শিখরে রেখে শুধু নিজ নির্বাচনী এলাকা নয় তার কাজের সুন্দর পরিকল্পনা বাস্তবে রূপ দেয়ার নিমিত্তে সারা বাংলাদেশে ছড়িয়েছেন প্রকৃত রাজনীতির উজ্জ্বল নক্ষত্রের আলো। তিনি ব্যক্তিগত ভাবে ভদ্র, মিষ্টভাষী, বঙ্গবন্ধুর চরিত্রের অনেক রুপরেখাই তার মধ্যে বিদ্যমান রয়েছে।