ঢাকার অদূরে আশুলিয়ার আনাচে কানাচে তিতাস গ্যাসের অবৈধ সংযোগ। বিভিন্ন সময় উচ্ছেদ অভিযান পরিচালনা করা হলেও প্রতিনিয়তই নতুন সংযোগ স্থাপনের সয়লাব আশুলিয়ায়।
খোঁজ নিয়ে জানা যায় আশুলিয়ার বিভিন্ন এলাকায় অবৈধ ভাবে নেয়া গ্যাস সংযোগ উচ্ছেদ অভিযান পরিচালনা করলেও টাকার বিনিময়ে আবার ও অবৈধ ভাবে তিতাস গ্যাস সংযোগ,।
আশুলিয়ার বাইপাইল নামা বাজার চৌরাস্তায় শফিকুল ইসলামের চারতলা বহুতল ভবনে মোটা অংকের টাকার বিনিময়ে অবৈধ ভাবে তিতাস গ্যাস সংযোগ স্থাপন করেছেন গ্যাস ঠিকাদার পরিচয়ে মানিক নামে এক ব্যক্তি।
এবিষয়ে বাড়ির মালিক শফিকুলের সাথে মুঠোফোন যোগাযোগ করলে তিনি বলেন আমি ঠিকাদার মানিকের মাধ্যমে এই সংযোগ নিয়েছি এবং মাসে মাসে চুলো প্রতি বিল দিয়ে আসছি।
উপর উক্ত বিষয়ে মানিকের সাথে যোগাযোগ করলে তিনি জানান আমি এবিষয়ে আপনাদের সাথে পরে কথা বলবো ফোনটি রেখে দেন।
এলাকা বাসী জানান অবৈধ ভাবে তিতাস গ্যাস সংযোগ নেয়ার ফলে বৈধ সংযোগ কারী গ্রাহক পর্যাপ্ত পরিমাণে পাচ্ছেন গ্যাস। আর নিম্নমানের পাইপ দিয়ে মাটির উপর দিয়ে সংযোগ স্থাপনে যে কোন মুহুর্তে ঘটতে পারে অনাকাঙ্ক্ষিত ঘটনা।
এ ব্যাপারে প্রকৌশলী আবু সাদাৎ মোহাম্মদ সায়েম বলেন, সাভার ও আশুলিয়ার সব অবৈধ গ্যাস লাইন পর্যায়ক্রমে বিচ্ছিন্ন করা হবে।
বর্তমানে লগডাউনের কারনে বন্ধ আছে তবে ঈদের পড়ে নিয়মিত এ অভিযান চলবে। এই সকল সংযোগ উচ্ছেদ অভিযান পরিচালনা করা সহ সংযোগ যারা দিয়েছে তাদের বিরুদ্ধে থানায় মামলা করা হবে।
Leave a Reply