গৌতম সাহা বাংলাদেশের জনপ্রিয় কোরিওগ্রাফার। বেশ কয়েকদিন আগে কে বা কারা যেনো ফেসবুকে খুলেছিলো উনার নামে অসংখ্য ফেইক আইডি এবার ইন্সটাগ্রামেও কারা যেনো গৌতম সাহার নামে ফেইক আইডি খুলেছে।
বিষয়টি নিশ্চিত করে গৌতম সাহা বলেন, বেশ কিছুদিন ধরে কে বা কারা আমার ছবি এবং নাম ব্যবহার করে ইনস্টাগ্রামে সাহা গৌতম নামে ফেক আইডি খুলে উত্তক্ত করছে, বিভিন্ন ভাবে হেনস্তা করছে, টাকা চাচ্ছে, আপত্তিজনক কথা বলছে যা আমার পরিচিত মহলে এবং দর্শকদের কাছে আমার ইমেজ নষ্ট করছে।
তিনি আরো বলেন, এবার আমি এই আইডির নামে সাইবার ক্রাইম এ অভিযোগ করে অল রেডি একটা অভিযোগ ও করেছি। দয়া করে কেউ এই আইডির ফাঁদে পড়ে প্রতারিত হবেন না।
পরিচিত সবার কাছে আমার অনুরোধ এই ইনস্ট্রগ্রাম ফেক আইডির রিপোর্ট করুন। আইডির সাথে কেউ এড থাকলে সরাসরি ব্লক করুন ।
আমি মনে করি এটা আমার পরিচিত কারো কাজ। সে চাচ্ছে আমার ইমেজটাকে নষ্ট করতে। আমি আশা করছি, এই ফেক ইনস্টাগ্রাম আইডির নামে রিপোর্ট করে আপনারা আমার পাশে থাকবেন।
তাছাড়া ফেসবুকে ও মাঝে মধ্যে ফেইক আইডি পাওয়া যায় কিছু দিন আগে ও কারা যেনো আমার নামে ফেইক আইডি খুলে আজে বাজে মন্তব্য করেছে।ইন্সটাগ্রামে অপ্রপচার চালাচ্ছে।
সত্যি আমি খুবই বিরক্ত।বার বার মানুষ আমাকে এসএমএস দিয়ে স্কিনশট দেয়।তাদের কাছে টাকা চায়। সত্যি আমার খুব চিন্তা হচ্ছে।
Leave a Reply