আবারো চুরি চাঁপাইনবাবগঞ্জের বটতলা হাটে। এসব চুরি প্রতিনিয়ত হচ্ছে বলে যানা যায়। তার মদ্ধে অন্যতম চুরি সনি মসলা ভান্ডারে। তাং :০১-০৫-২০২১ চুরিটি হয়। ঠিক চারদিন পরে আবারো চুরি হয় সেখানে।
তাং: ০৪-০৫-২০২১ কিন্তু এবারের চুরিটা ভিন্ন। চুরি হয় একজন সাংবাদিকের বাইসাইকেল। সময় দুপুর ৪:১৫ বাজারের জন্য হাটে প্রবেশ করেন বিশেষ কাজের জন্য বাজার না করে বেরিয়ে আসে প্রায় ৪:১৫ মিনিটে এসে দেখে তার বাইসাইকেল নেই।
এদিক সেদিক ছুটা ছুটি করেও দেখা পাইনি চোরের। পরবর্তীতে একটি CCTV ক্যামেরা চেক করা হয় দূর্ভাগ্য ক্রমে সেখানকার ফুটেজ নেয় ।
এ বিষয়ে কথা বলার জন্য হাটের ইজারাদার কে ফোন করা হোলে তিনি ফোন রিসিভ করেন্না। দুঃখজনক সে হাটে কোন প্রকার সুরক্ষা গ্যারেজ বা CCTV ক্যামেরা নেয়।
এ বিষয়ে কথা বলা হয় সে ওয়ার্ডের কাউন্সিলার জনাব মোঃ আব্দুল বারেকের সাথে তিনি বলেন হাটের ইজারাদারের সাথে কথা বলতে।
বাকিটা তিনি পর্যবেক্ষণ করে দেখবেন। কিন্তু যানা যায় সনি মসলা ভান্ডারে চুরির পরেও কোন বার্তী সুরক্ষা ব্যবস্থা গ্রহন করা হয়নি।
Leave a Reply