শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
রাজৈরে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির উদ্যোগে জাতীয় প্রেসক্লাবে সনাতনী মহাসমাবেশ অনুষ্ঠিত। টেকেরহাট শহীদ সরদার সাজাহান গার্লস স্কুল এন্ড কলেজে ” জুলাই গণ অভ্যুত্থান”দিবস উদযাপিত। ভোগ বিলাসে উপদেষ্টারা ব্যস্ত : রংপুরে সাদিক শার্শায় হতদরিদ্রের খাদ্য সহায়তা কর্মসূচির চাল ছিনতাইয়ের অভিযোগে আটক-২ কদমবাড়ী উচ্চ বিদ্যালয় অ্যালামনাই এসোসিয়েশনের শপথবাক্য পাঠ ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। মাদারীপুরে বাবুর্চি সহ ২টি মরদেহ উদ্ধার মুকসুদপুরের বাটিকামারী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি হলেন সেলিমুজ্জামান সেলিম গোপালগঞ্জ সদর উপজেলা পরিবার- পরিকল্পনা বিভাগের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত “সহকর্মীর সঙ্গে প্রেমে জড়ানোর আগে ভাবুন—এই ৫টি দিক”

চট্টগ্রামের খুলশী থানার উদ্যোগে নারী ধর্ষণ ও নির্যাতন বিট পুলিশ সমাবেশ অনুষ্ঠিত হয়

Reporter Name
  • Update Time : শনিবার, ১৭ অক্টোবর, ২০২০
  • ৩৮০ Time View
মোঃ আল আমিন চট্টগ্রাম জেলা প্রতিনিধিঃ সারা দেশ ব্যাপি নারী ধর্ষন ও নির্যাতনের বিরুদ্ধে সচেতনতা সৃষ্টির লক্ষে খুলশী থানা বিট পুলিশিং ২৭ কর্তৃক অায়োজিত সভায় সভাপতিত্ব করেন জাফরউল্লাহ মজুমদার, সাধারন সম্পাদক, ডিজেল কলোনী সমাজ কল্যান পরিষদ। সঞ্চলনায় ছিলেন মোঃ বেলাল, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলশী থানা বিট পুলিশিং ২৭এর দায়িত্বরত অফিসার এসঅাই কাসিম, বিশেষ অতিথিকে হিসেবে উপস্থিত ছিলেন এএসঅাই অমির ভট্টাচার্য, এএসঅাই মানিক মিয়া, সামাজিক সংগঠন অক্ষয় অামরা’র উপদেষ্টা ও পানিরটাংকি সমাজ কল্যান পরিষদের সদস্য- মোঃ মাঈনুদ্দীন, অক্ষয় অামরা সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ রুবেল, সমাজ সেবক মোঃ জামাল, ওয়ার্ড অাওয়ামিলীগের সহ-প্রচার সম্পাদক অাব্দুল হান্নান হিরা, মোঃ মোবারক করিম, নারী নেত্রী জোহরা বেগম তারু, অালেয়া বেগমসহ অন্যান্য নেত্রীবৃন্দ। বক্তারা বলেন নারী নির্যাতনকারী দেশের শত্রু জনগনের শত্রু তাই সবাই ঐক্যবদ্ধ হয়ে প্রশাসনের সাথে হাত মিলিয়ে আইনের মাধ্যমে তাদেরকে প্রতিহত করতে হবে। সবাই সম্মেলিত সুরে শ্লোগান দেয়, ১- পুলিশ-জনতা দিচ্ছে ডাক, নারী নির্যাতনকারী নিপাত যাক। ২-নারী নির্যাতনের প্রতিকার, বাংলাদেশ পুলিশের অঙ্গীকার। ৩-আমরা হব সচেতন, হতে আর দেবনা নারীর প্রতি কোন নির্যাতন। ৪-পুলিশ-জনতা ভাই ভাই, নারীর নিরাপত্তায় সবাই অংশগ্রহণ চায়। ৫-নিরাপদে দেশ গড়ি, নারী নির্যাতন বন্ধ করি ৬-নিরাপদ নারী, নিরাপদ দেশ, সুখী সমৃদ্ধ বাংলাদেশ। ৭-নারীকে সম্মান করুন এবং জরুরী পরিস্থিতির সময় তার সাহায্যে এগিয়ে আসুন। ৮-নারীর উপর সহিংসতা, ঘৃণ্য এক কাপুরুষতা। ৯-ইভটিজিং ধর্ষন ও নিপীড়ন এক সামাজিক ব্যাধি, বন্ধ করতে হবে যদি গড়তে চাও এক সুন্দর পৃথিবী। ১০-নারীর প্রতি সহিংসতা নিরসনে, আপনার পুলিশ আপনার পাশে। প্রধান অতিথি সবার উদ্যেশে বলেন বিট পুলিশ কার্যক্রম চালু করেছি তাই আপনারা সকলে আমাদেরকে সহযোগিতা করবেন যাতে করে দেশ ও সমাজ থেকে নারী নির্যাতন ও ধর্ষন, কিশোর গ্যাং, মাদক বন্ধ হয়। প্রয়োজনে ৯৯৯ এ কল দিয়ে পরিচয় গোপন রেখে সহযোগীতা করার অাহ্বান জানান

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

More News Of This Category
Adsense