শুক্রবার, ০৩ অক্টোবর ২০২৫, ০১:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
পথসভায় লোক ভাড়া করে এনে টাকা না দেয়ার অভিযোগে হট্টগোল ফরিদরপুরের নগরকান্দা উপজেলায় শেষ হলো নৌকা বাইচ প্রতিযোগিতা যারা পিআর নিয়ে কথা তুলছে তারা স্বৈরাচারের দোসর – হেলেন জেরিন খান রাজৈরে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির উদ্যোগে জাতীয় প্রেসক্লাবে সনাতনী মহাসমাবেশ অনুষ্ঠিত। টেকেরহাট শহীদ সরদার সাজাহান গার্লস স্কুল এন্ড কলেজে ” জুলাই গণ অভ্যুত্থান”দিবস উদযাপিত। ভোগ বিলাসে উপদেষ্টারা ব্যস্ত : রংপুরে সাদিক শার্শায় হতদরিদ্রের খাদ্য সহায়তা কর্মসূচির চাল ছিনতাইয়ের অভিযোগে আটক-২ কদমবাড়ী উচ্চ বিদ্যালয় অ্যালামনাই এসোসিয়েশনের শপথবাক্য পাঠ ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। মাদারীপুরে বাবুর্চি সহ ২টি মরদেহ উদ্ধার

বাংলাদেশই করোনা টিকা উৎপাদন হবেঃ চিফ হুইপ

 আরিফুর রহমান,মাদারীপুর
  • Update Time : শনিবার, ১ মে, ২০২১
  • ৩৯৯ Time View

আমাদেরকে করোনা মোকাবেলা করেই দেশের চলমান উন্নয়ন ও অর্থনীতি গতিশীল রাখতে হবে। বিগত দিনে করোনায় আমাদের অনেক নেতাকর্মী মারা গেছেন। আমরা এখনো সেই শোক ভুলতে পারি নি। করোনা মোকাবিলা করেই আমাদের পথ চলতে হবে।

’শুক্রবার সকালে চৌধুরী ফাতেমা বেগম পৌর অডিটোরিয়ামে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিজিএফ (আর্থিক) সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় সংসদের চিফ হুইপ নূর ই আলম চৌধুরী এমপি এ কথা বলেন।

এসময় চিফ হুইপ বলেন, যখন পৃথিবীর অনেক দেশ করোনার টিকা দিতে পারে নাই । তখন থেকে আমাদের দেশে করোনা ভাইরাসের টিকা দেয়া শুরু হয়েছে।

ভারত থেকে টিকা আমরা আনতাম। কিন্তু ভারতে করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় সমস্যার সৃষ্টি হয়েছে। তাই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশেই টিকা উৎপাদনের উদ্যোগ নিয়েছেন। ভারতের করোনা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, সম্প্রতি ভারতে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় দেশেটিতে করোনা বৃদ্ধি পেয়েছে কয়েক গুণ।

চরম ঝুঁকির মধ্যে রয়েছে তারা। বাংলাদশে চলমান ইউনিয়ন পরিষদ নির্বাচন স্থগিত করায় করোনা তেমন হারে বৃদ্ধি এখনো পায় নি। সবাইকে মাস্ক পড়তে হবে, সামাজিক দূরত্ব মানতে হবে।

ভ্যাকসিন দেয়ার সুযোগ আসলে সবাইকে ভ্যাকসিন দিতে হবে। অনুষ্ঠানে ঈদ উপলক্ষ্যে হতদরিদ্র ও দুস্থ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ভিজিএফ এর নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়।

শিবচরের মোট ২৬ হাজার ২২ জনের মাঝে ১১ কোটি ৭ লাখ ৯ হাজার ৯শ টাকা দেয়া হবে। শিবচর পৌর সভার মেয়র আওলাদ হোসেন খানের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, মাদারীপুর জেলা পরিষদের চেয়ারম্যান মুনির চৌধুরী, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল লতিফ মোল্লা, শিবচর উপজেলা নির্বাহী অফিসার আসাদুজ্জামান প্রমুখ।

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

More News Of This Category
Adsense