মাদারীপুরের রাজৈরে আরাফাত শেখ (১৮) নামে এক কিশোরকে চাইনিজ কুড়াল দিয়ে মাথায় কুপিয়ে মারাত্মক জখম করার অভিযোগ উঠেছে। সে বর্তমানে মাদারীপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আরাফাত উপজেলার ইশিবপুর ইউনিয়নের উত্তর গোয়ালদি গ্রামের ফারুক শেখের ছেলে। সোমবার সকালে এ ঘটনার সুষ্ঠ বিচার দাবী করে সাংবাদিকদের কাছে লিখিত অভিযোগ করেছে ভূক্তভোগি পরিবার।
অভিযোগ সূত্রে জানা গেছে, জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে গত ১৯ এপ্রিল স্থানীয় একটি বাজারে আরাফাতের উপর হামলা চালায় একই এলাকার এমারাত ও রাজিব। এসময় তারা ব্যর্থ হয়। পরে ওই দিনই তাদের দুটি বসতঘর নষ্ট করে এবং একটি একচালা টিনের ঘরে আগুন ধরিয়ে দেয়।
এসময় স্থানীয় সিদ্দিক, তার স্ত্রী, আনোয়ার ও বাচ্চুদের ঘরে আগুন ছড়িয়ে পড়ার ভয়ে তারা ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। পরের দিন সকাল ৯টার দিকে সিদ্দিকের উঠানে আরাফাত আসলে এমারাত ও রাজিব গংরা মিলে তাকে চাইনিজ কুড়াল দিয়ে মাথায় কুপিয়ে মারাত্মক জখম করে। পরে আরাফাতকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়।
এ ব্যাপারে ফারুক শেখ অভিযোগ করে জানান, স্থানীয় নান্নুর হুকুমে রাজীব, পান্নু, কামরুল ইসলাম, ভুট্টু, পলাশ, সোহেল মিলে পরিকল্পিতভাবে আমার ছেলেকে অস্ত্র দিয়ে আঘাত করেছে। থানায় অভিযোগ দিলেও এখনো মামলা হয়নি। আমি এই হামলার বিচার চাই।
এ বিষয়ে রাজিব হোসেন বার্তাবাজারকে বলেন, আমার বসত ঘর ফারুক শেখরা পুড়িয়ে দিয়েছে। আমি কোন হামলা করিনি।
রাজৈর থানার ওসি মো. শেখ সাদী বার্তাবাজারকে জানান, ওই এলাকায় জায়গা জমি নিয়ে বিরোধ আছে। দুই পক্ষই লিখিত অভিযোগ দিয়েছে। কারোটাই গ্রহণ করা হয়নি। তদন্ত করে মামলা রেকর্ড করা হবে।
সম্পাদক
এড. গৌরাঙ্গ বসু (ট্রিপল এম.এ)
প্রকাশক
সবুজ বালা
© ২০২৫ আলোকিত জনপদ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত