মাদারীপুরের কালকিনিতে গ্রাম্যদলাদলিকে কেন্দ্র করে হামলা চালিয়ে অর্ধশতাধিক দোকান ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এসময় তাদের বাঁধা দিলে ব্যবসায়ীসহ প্রায় ১২ জন আহত হয়েছে। আহতদেরকে জেলা সদর হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেয়া হয়েছে।
পরে খবর পেয়ে পুলিশ ৮জনকে আটক করেন। তবে ঘটনাস্থলে পুলিশ মোতায়ন করা হয়েছে। শুক্রবার রাতে এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় শনিবার (২৪ এপ্রিল) সকাল থেকে ওই এলাকায় পুরুষশুন্য হয়ে পড়ে।
সরেজমিন, ভুক্তভোগী ও পুলিশ সুত্রে জানাগেছে, উপজেলার লক্ষিপুর ইউপির বর্তমান চেয়ারম্যান তোফাজ্জেল হোসেন কেন্দু কাজীর সঙ্গে একই এলাকার সাবেক চেয়ারম্যান মোঃ ফজলুর গ্রাম্য দলাদলি নিয়ে দীর্ঘদিন ধরে শত্রুতা চলছিল।
এর জের ধরে সাবেক ই্উপি চেয়ারম্যান মোঃ ফজলুর নেতৃত্বে তার লোকজন দেশী অস্ত্রে সজ্জিত হয়ে তোফাজ্জেল হোসেন কেন্দুর পক্ষের লক্ষীপুর বাজারের ব্যবসায়ী মুরাদ কাজী, বাবু লাল, জাহিদ, আইউব আলী ও বাবুলসহ প্রায় অর্ধশতাধিক দোকানপাট কুপিয়ে ভাংচুর চালায় এবং দোকানের মালামাল লুটপাট করে নিয়ে যায়।
এসময় তাদের বাঁধা দিলে দাদন হাওলাদার (৬২), আরমান হাওলাদার (২০), ইমরান (২৫), সুজন হাওলাদার (২৫), শাহাদাত হাওলাদার (৪০), কাদের হাওলাদার (৪৫) ও রাবেয়া বেগমসহ (৩৫) কমপক্ষে ১২ জন আহত হয়। পরে খবর পেয়ে খাসেরহাট তদন্ত কেন্দ্রের পুলিশ এ ঘটনায় ৮জনকে আটক করেন।
এ বিষয়ে কালকিনি থানায় একটি মামলার প্রস্তুতি চলছে। এদিকে শনিবার দুপুরে এ হামলা ও লুটপাটের ঘটনার প্রতিবাদে ও সাবেক চেয়ারম্যান মোঃ ফজলুর বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছেন লক্ষিপুর বাজারের ব্যবসায়ীরা।
সম্পাদক
এড. গৌরাঙ্গ বসু (ট্রিপল এম.এ)
প্রকাশক
সবুজ বালা
© ২০২৫ আলোকিত জনপদ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত