
বিপিএল মাতানো তারকা ক্রিকেটার মঈন আলী আইপিএলের বদলে পাকিস্তানের পিএসএলে খেলার সিদ্ধান্ত নিয়েছেন। এর আগে এই ধরনের সিদ্ধান্ত নিয়েছিলেন ডু প্লেসিসও। সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেই পিএসএলে খেলার ঘোষণা দিয়েছেন ইংলিশ অলরাউন্ডার।
মঈন আলী আগে আইপিএলে চেন্নাই সুপার কিংস ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে খেলেছেন। কিন্তু এবার তিনি পাকিস্তানের টি-টোয়েন্টি লিগকে বেছে নিলেন। পিএসএলে যোগদানের বিষয়ে তিনি বলেন, “পিএসএলে যোগ দিচ্ছি। খুব আনন্দিত। এই লিগে নতুন যুগের সূচনা হচ্ছে। এটি নিঃসন্দেহে বিশ্বের অন্যতম সেরা টি-টোয়েন্টি লিগ। প্রতিটি দলে বিশ্বের সেরা ক্রিকেটাররা রয়েছেন। পাকিস্তানের মাটিতে খেলার অনুভূতি সবসময়ই অসাধারণ। ক্রিকেটের মান এবং দর্শকদের ভালোবাসা অনন্য। সমর্থকরা সবসময় খেলোয়াড়দের সেরাটা দেওয়ার জন্য অনুপ্রাণিত করেন।”
২০১৮ সাল থেকে মঈন আলী আইপিএলে খেলে আসছেন। ৭৩টি ম্যাচে তিনি ১১৬৭ রান করেছেন এবং ৪১টি উইকেট নিয়েছেন। সর্বশেষ নিলামে কেকেআর তাকে দলে নিয়েছিল, যেখানে তিনি ৬টি ম্যাচ খেলেছিলেন।
বিপিএলেরও নিয়মিত অংশীদার মঈন আলী দুই দলের হয়ে ২২টি ম্যাচে ৪৬৭ রান করেছেন এবং ২২টি উইকেট নিয়েছেন। বিপিএলের পাশাপাশি তার আন্তর্জাতিক অভিজ্ঞতার তালিকায় রয়েছে পিএসএল, আইএল টি-টোয়েন্টি, এসএ টি-টোয়েন্টি এবং সিপিএল।
মন্তব্য করুন