
শিক্ষার্থীদের পরীক্ষা স্থগিত করায় সরকারি কর্মচারী বিধি লঙ্ঘনের দায়ে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরার। তিনি বলেন, পরীক্ষাবিরতি ঘোষণা করে শিক্ষকরা সরকারি আচরণবিধি ভঙ্গ করেছেন, এবং এর জন্য তাদের শাস্তির মুখোমুখি হতে হবে।
সোমবার বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)–কে দেওয়া একান্ত সাক্ষাৎকারে তিনি বলেন, দেশের বিভিন্ন স্থানে মাধ্যমিক পরীক্ষায় বিঘ্ন ঘটানো কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তিনি শিক্ষকদের উদ্দেশে বলেন, “পরীক্ষায় কোনো ধরনের আপোস হবে না। শিক্ষার্থীদের চাপ কমাতে আপনাদের পরীক্ষায় ফিরতেই হবে।”
নবম গ্রেডে অন্তর্ভুক্তির দাবিকে অযৌক্তিক উল্লেখ করে তিনি বলেন, নিয়োগের সময়ই শিক্ষকরা জানতেন যে তারা দশম গ্রেডে থাকবেন। তাই হঠাৎ করে নবম গ্রেডের দাবি চাকরির শর্তবহির্ভূত ও অবৈধ। তাছাড়া নবম গ্রেড BCS অ্যাডমিন ক্যাডারের পদ, যা আন্তঃমন্ত্রণালয় কাঠামোর বিষয়—এখানে যে কেউ ইচ্ছেমতো ঢুকতে পারে না।
তিনি আরও বলেন, বছরের শেষে, বার্ষিক বা টেস্ট পরীক্ষার সময় শিক্ষার্থীদের পরীক্ষা বন্ধ করে দাবি আদায়ের চেষ্টা করা শিক্ষক হিসেবে অনৈতিক। “শিক্ষার্থীদের অস্ত্র হিসেবে ব্যবহার করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়,” মন্তব্য করেন তিনি।
উপদেষ্টা বলেন, “আমরা তাদের অযৌক্তিক দাবি প্রত্যাখ্যান করছি। মঙ্গলবার থেকে পরীক্ষা নেওয়া শুরু করুন; অন্যথায় সরকারি কর্মচারী বিধি ভঙ্গের শাস্তির জন্য প্রস্তুত থাকতে হবে।”
মন্তব্য করুন