শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০২:৩৪ পূর্বাহ্ন

ঝড়ো হাওয়া পরবর্তীতে বোরো ধান চাষীদের করণীয়

অনলাইন ডেস্ক
  • Update Time : শুক্রবার, ৯ এপ্রিল, ২০২১
  • ১৫৯ Time View
➡️সবেমাত্র শীষ বের হলে-
☑️এ অবস্থায় ধানের দানা শক্ত হওয়ার পূর্ব পর্যন্ত জমিতে ২-৩ ইঞ্চি দাড়ানো পানি রাখুন।
➡️পাতা পোড়া(বিএলবি)/দাগ (বিএলএস) রোগ দেখা দিলে-
☑️এ রোগের প্রাথমিক অবস্থায় ৬০ গ্রাম পটাশ, ৬০ গ্রাম থিয়োভিট, ২০ গ্রাম দস্তা সার ১০ লিটার পানিতে মিশিয়ে ৫ শতক জমিতে বিকেলে স্প্রে করতে হবে।
☑️ইউরিয়া সারের উপরিপ্রয়োগ বন্ধ করতে হবে।
☑️ধানে থোড় বের হওয়ার আগে বিঘা প্রতি ৫ কেজি পটাশ সার উপরিপ্রয়োগ করলেও ভালা ফল পাওয়া যাবে।
➡️ এসময় নেক ব্লাস্ট রোগের আক্রমণ হতে পারে। এজন্য-
☑️জমিতে রোগ হোক বা না হোক শীষের মাথা বের হওয়া পর্যায়ে ৮ গ্রাম ট্রুপার/৬ গ্রাম নাটিভো/ ট্রাইসাক্লাজল গ্রুপের
অনুমোদিত ছত্রাকনাশক ১০ লিটার পানিতে মিশিয়ে ৫ শতাংশ জমিতে বিকেল বেলা ৫-৭ দিন পর পর ২ বার স্প্রে করতে হবে।
>>প্রয়োজনে আপনার উপজেলা কৃষি অফিসারের কার্যালয়ে যোগাযোগ করুন।
তথ্যসূত্র-বাংলাদেশ ধান গবেষণা ইনসটিটিউট, আঞ্চলিক কার্যালয়, রাজশাহী।

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category