মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫, ০৭:৪৮ পূর্বাহ্ন

গোঁয়াখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত।

Reporter Name
  • Update Time : সোমবার, ১২ অক্টোবর, ২০২০
  • ৩৪৪ Time View
পেকুয়া প্রতিনিধিঃ পেকুয়ার গোঁয়াখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় উন্নয়ন ও সংরক্ষণ বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০টায় বিদ্যালয়ের হল রুমে প্রধান শিক্ষক হেলাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা কমিটির সদস্য ও বিদ্যালয়ের এস এম সি কমিটির সহ সভাপতি সাংবাদিক এম দিদারুল করিম, সাবেক সভাপতি সেরজিবুল আজিজ চৌধুরী, পেকুয়া সমবায় ঋণদান সমিতির সাবেক সভাপতি মাহমুদুল ফারুকী, উপজেলা যুবলীগ নেতা ফরহাদুজ্জামান চৌধুরী, আওয়ামীলীগ নেতা সাইফুদ্দিন খালেদ, আমির খসরু চৌধুরী রাসেল, পিটিএ কমিটির সভাপতি জাহাঙ্গীর আলম, ১নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আরমানুল উসমান চৌধুরী, পেকুয়া জিয়াউর রহমান উপকূলীয় কলেজ ছাত্রলীগের সভাপতি জাহেদুল ইসলাম, মোহামেডাম স্পেটিং ক্লাবের ফুটবল খেলোয়াড় রাহেদুল ইসলাম বাচ্চু, বিদ্যালয়ের প্রাত্তন শিক্ষার্থী আব্দুর মোত্তালিব শুভেল, সারার নেওয়াজ চৌধুরী, হাবিবুর রহমান ও দিনরাজ চৌধুরী প্রমূখ। বক্তারা বেলন, সরকার ও বিভিন্ন দাতা সংস্থ্যা কর্র্তৃক বিদ্যালয়ের সার্বিক উন্নয়নমুলক কর্মকান্ড গতিশীল করার লক্ষে সাময়িক সময়ের জন্য খেলার মাঠে ক্রীড়া ও সাংষ্কৃতিক বন্ধ থাকবে। এতে ক্রীড়া প্রেমী সকল শ্রেণীর মানুষের দুঃখ লাগবে আলাদা ব্যবস্থা করা হবে বলে খেলোয়াড় ও ক্রীড়া প্রেমীদের আশ^স্থ করেন। বিদ্যালয়ের শিক্ষার্থীদের পাঠদানের কেত্রে উন্নয়নের পাশাপাশি রক্ষণা বেক্ষনে এগিয়ে আসার জন্য সকলকে প্রতি আহবান জানান বক্তারা। ওই সময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক, সমাজ প্রতিনিধি ও প্রাত্তন শিক্ষার্থীরাও উপস্থিত ছিলেন।

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

More News Of This Category
Adsense