মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫, ০২:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
জমিয়ত সুনামগঞ্জ-৩ আসনের প্রার্থী ঘোষণা করেছে যশোর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক পদ থেকে পদত্যাগ করেছেন উন্নয়নের ইঞ্জিন পুনরায় সচল করে বৈশ্বিক সহায়তা বৃদ্ধি করুন আজ থেকে শুরু এনসিপির মাসব্যাপী ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ আজ দেশের সব ব্যাংকে লেনদেন বন্ধ থাকবে দুপুরের মধ্যে যেসব জেলায় ঝড়বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে ৩০ আগস্ট ঢাকায় সফরে আসছেন ইতালির প্রধানমন্ত্রী ভারতের একটি রাসায়নিক কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, প্রাণ গেল ১২ জনের রাতে ভাত খাওয়া কি সত্যিই ক্ষতিকর? পুষ্টিবিদদের বক্তব্য কী? জুলাই স্মরণে ২০২৪ শিক্ষার্থীদের জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ব্যতিক্রমধর্মী উদ্যোগ

চটগ্রামের ইয়াবা গডফাদারদের  খুজছে গোয়েন্দা পুলিশ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১১ মার্চ, ২০২১
  • ৩১১ Time View

 কায়সার চৌধুরী: চট্রগ্রাম ব্যুরো

মাদক সম্রাট, অবৈধ কারবারের গডফদার,কুচক্রী আবু তালেব ও সুদী সামসু সিটিজি ক্রাইম টিভি চেয়ারম্যানের মানহানি করায় আইসিটি ও মানহানি মামলা করা হয়েছে। এই মামলা হওয়ার পর থেকে আবু তালেব ও সামসুকে বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থা খুঁজছে। তাদের বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালসহ থানায় একাধিক মামলা রয়েছে বলে জানা গেছে। মুখোশের আড়ালে তারা ইয়াবার ব্যবসার সাথেও জড়িত রয়েছেন। বর্তমানে ইয়াবা খোরশেদ ইয়াবাসহ কারাগারে আটক রয়েছে। তাদের সহযোগী ইফতেখারুল করিম ইয়াবা ও অস্ত্রসহ দুদিন আগে গ্রেফতার হয়েছে। গ্রেফতার খোরশেদ এর বিরদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। মাদক সম্রাট ইয়াবাখোর মোবাইল চোর সাজাপ্রাপ্ত আসামী খোরশেদ ইয়াবাসহ আটক হবার পর তাদের সাথে আরো কারা কারা জড়িত আছে তাদের তালিকা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা যায়। অপরদিকে চট্টগ্রামের ইয়াবা ডন লেদু গুন্ডা এখনো পর্যন্ত আটক হয়নি। চট্টগ্রাম অক্সিজেনের অবৈধ কারবারের রাজা লেদু গুন্ডা, তার সহযোগী মোবাইল চোর মাজেদুল। তাদের অবৈধ ব্যবসাগুলো পরিচালনা করছে মোবাইল চোর মাজেদুল ও তার কথিত স্ত্রী বিবি মরিয়ম। চাাঁদাবাজ, প্রতারক, মোবাইল চোর, নারী ক্যালেঙ্কারীতে লিপ্ত মাজেদুলের বিরুদ্ধে এর আগেও অনেক ভুক্তভোগী নারীরা অভিযোগ করেছে। আর অনেক মিডিয়ায় এই মাজেদুলের বিরুদ্ধে ও দেশযোগ ফেসবুক পেজের বিরুদ্ধে বহুবার সংবাদও প্রচারিত হয়েছে। এখন সিটিজি ক্রাইম টিভি চেয়ারম্যান আজগর আলী মানিকের সুনাম নষ্ট করার জন্য চক্রান্ত করে, নানা কৌশলে বিভিন্ন ভিডিও কেটে এডিট করে মানহানীকর খবর প্রচার করে আসছে এই অসাধু মাজেদুল ও তার সহযোগীরা। জানা যায়, ভুক্তভোগীরা বায়েজিদে লেদু বাহিনীর অপতৎপরতা বন্ধে প্রশাসনের সাহায্য কামনা করেছেন। খুব শিঘ্রই চট্টগ্রাম নগরের বিভিন্ন এলাকায় পৃথক পৃথক অভিযান পরিচালনা করে ইয়াবাসহ অবৈধ কারবারীদের আটক করবে প্রশাসন। অনুুসন্ধানে বেরিয়ে আশে তলের বিড়াল সৃৃৃএে জানা যায় এদের মধ্যে এক সময় নাকি সিটিজি ক্রাইম অনলাইন  টিভির চেয়ারম্যান দাবি করা আজগর আলী মানিক ও জড়িত চিলেন বাঘবাটোয়ারায় বনাবনি না হওয়ায় আজগর আলী এই  মামলা করেন যেন পুলিশের  নজরে সে ধোয়া তুলসী পাতা হয়ে যায় এই ভুুুয়া অনলাইন টিভির চেয়ারম্যান আজগর আলীর বিরুদ্ধে রয়েছে ডজন ডজন প্রতাারনা মামলা তার এই সব অনৈতিক কাজের প্রধান ছিলেন পতেঙার বাবা আপসার।  তারা সবাই  জেলা গোয়েন্দার নজরে রয়েছে। এবং যেকোন সময় গ্রেফতার হতে পারে।

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Adsense