শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০৪:৪২ পূর্বাহ্ন

ফেসবুকে যা কখনোই ভুলেও কখনো পোস্ট করবেন না

Reporter Name
  • Update Time : শনিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২১
  • ২২৮ Time View
আলোকিত জনপদ ডিজিটাল ডেস্ক:
ব্যক্তিগত তথ্য :
ব্যক্তিগত তথ্য কখনোই ফেসবুকে শেয়ার করবেন না। টাকা-পয়সা সংক্রান্ত তথ্য, বাড়ির ঠিকানা, নিজের টেলিফোন নম্বর, জন্ম-তারিখ কিংবা এমন তথ্য যা অপরাধীদের কাছে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। যার পরে আপনাকে বিপাকে ফেলতে পারে।
পাসওয়ার্ড :
নিজের স্ত্রী বা গার্লফ্রেন্ড বা অন্যকাউকে ফেসবুকের পাসওয়ার্ড ভুলেও দেবেন না। এছাড়া এ নিয়ে কখনো হাসিঠাট্টা করবেন না। মনে রাখবেন, পাসওয়ার্ড এমনিতেই অতিগোপনে রাখতে হয়। এটা চুরি হলে বিপদ ঘটে যেতে পারে।
নিজের অবস্থান :
আপনি এই মুহূর্তে কোথায় আছেন, কার সঙ্গে আছেন, কী করছেন, এ সংক্রান্ত তথ্য দিয়ে কখনোই ফেসবুকে কোনো কিছু পোস্ট করবেন না। তাহলে আপনার নিরাপত্তা বিঘ্নিত হতে পারে। এছাড়া আপনার যদি মনের অজান্তে কোনো শত্রুর জন্ম হয়ে থাকে তবে সে আপনার ক্ষতি করার সুযোগটি হাতছাড়া করবে না।
ভ্রমণ:
ভ্রমণে যাচ্ছেন? এর গোটা পরিকল্পনার কথা ফেসবুকে বলতে যাবেন না। এটা হোক নিজের দেশে কিংবা বিদেশে। কেউ সঙ্গে গেলে তার সঙ্গেই পরিকল্পনা করুন। ফেসবুকে অপরাধীদের আনাগোনার বিষয়ে আপনার কোনো ধারণাই নেই।
সুনাম ক্ষুণ্ণ:
আপনার সম্মান ক্ষুণ্ণ হয়, এমন কোনো পোস্ট ফেসবুকে দেয়া যাবে না। যেমন অনেকে নিজের প্রতি অন্যের দৃষ্টি আকর্ষণের জন্য স্পর্শকাতর অনেক পোস্ট দিয়ে থাকেন এটি মোটেও ঠিক নয়।
অস্বস্তিকর ছবি:
নিজের শালীনতা নষ্ট নয় বা মানুষ খারাপ মন্তব্য করে এমন ছবি কখনোই ফেসবুকে পোস্ট করা যাবে না। বন্ধুদের সঙ্গে কোনো গোপন পার্টির আজেবাজে ছবি ফেসবুকে দেবেন না। এতে আপনার সম্মান ক্ষুণ্ণ হবে।
অফিসের অভিযোগ:
কর্মস্থলের বিভিন্ন সমস্যা নিয়ে আপনার অনেক অভিযোগ থাকতে পারে। কিন্তু এসব নিয়ে কথাবার্তা ফেসবুকে দেবেন না। সোশ্যাল মিডিয়ার যুগে অফিসকর্মীদের ফেসবুক পর্যবেক্ষণ করে। কাজেই বিপদে পড়বেন।
রাজনৈতিক বিষয়:
উদ্দেশ্যপ্রণোদিত এবং উসকানিমূলক রাজনৈতিক পোস্ট কখনো ফেসবুকে দেবেন না। তাহলে বিপাকে পড়তে পারেন আপনি।

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category