মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ১২:১০ অপরাহ্ন

দামুড়হুদার কুতুবপুরে ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৯ ফেব্রুয়ারী, ২০২১
  • ১৭৫ Time View

 হাফিজুর রহমান :

দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের কুতুবপুরে ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলায় কুতুবপুর একাদশকে হারিয়ে কুড়ুলগাছি একাদশ চ্যাম্পিয়ন হয়েছে। মঙ্গলবার (৯ ফেব্রুয়ারী) বেলা সাড়ে ৩ টার সময় কুতুবপুর হাইস্কুল মাঠে ফাইনাল খেলায় কুতুবপুর ইয়াংস্টার একাদশ ও কুড়ুলগাছি একাদশ অংশ গ্রহন করে। টসে জিতে কুড়ুলগাছি একাদশ ব্যাট করতে নেমে ১৫ ওভারে ৭ উইকেটে ১৬১ রানের পাহাড় গড়ে। দলের পক্ষে সর্বোচ্চ রিতু ৯২ রান করে। পরে জয়ের জন্য ব্যাট করতে নেমে কুতুবপুর একাদশ ৭ উইকেটে ১১৬ রান করতে সঙ্খম হয়। কুড়ুলগাছি একাদশ ৪৬ রানে জয়লাভ করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। ৯২ রান ও ৩ উইকেট লাভ করায় সেরা খেলোয়ার নির্বাচিত হন রিতু। খেলায় আম্পিয়ারের দ্বায়িত্বে ছিলেন মোঃ আতিয়ার ও জাকির হোসেন। ধারাভাষ্যকার ছিলেন মশিউর রহমান তুষার।পুরস্কার বিতরনী অনুষ্ঠানে শিক্ষক আবু জাফর কাজলের সভাপতিত্বে প্রধান অতিথী কার্পাসডাঙ্গা ইউপি চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগ নেতা খলিলুর রহমান ভুট্ট উপস্থিত থেকে পুরস্কার তুল দেন। বিশেষ অতিথী হিলেন ছিলেন কার্পাসডাঙ্গা ৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য মনিরুজ্জামান বিশ্বাস মনি, ডাঃ মাহাবুবুর রহমান, লাল মোহাম্মদ, শিক্ষক মহাসিন আলি, মাহবুবুর রহমান পলাশ,উপস্থিত ছিলেন প্রভাষক ইকবাল রেজা ও দৈনিক মাথাভাঙা পত্রিকার কার্পাসডাঙ্গা প্রতিনিধি রতন আলী বিশ্বাস,অনুষ্ঠানটির উপস্থাপনায় ছিলেন প্রভাষক ইকবাল রেজা।

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category