বুধবার, ২৯ অক্টোবর ২০২৫, ০৩:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ইসির নিরাপত্তা নিশ্চিত করতে ডিএমপিকে চিঠি পাঠিয়েছে নির্বাচন কমিশন ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে কক্সবাজার বিমানবন্দরে আন্তর্জাতিক ফ্লাইট সাময়িক স্থগিতের ঘোষণা ইন্দোনেশিয়ার মুসলিমদের জন্য এলো সুখবর দুদকের মামলা: সরকারি তেল কোম্পানির ১১৯ কোটি টাকা আত্মসাতের অভিযোগ বিশেষ প্রিজন ভ্যানে ট্রাইব্যুনালে নেওয়া হলো ১৫ সেনা কর্মকর্তাকে রাজৈরে শহীদ মিনার ভাঙচুর করে ঘর তোলার চেষ্টা, এলাকায় উত্তেজনা সুদে কারবারীদের ফাঁদে এক নিরীহ পরিবার সুবর্ণচরে জমি দখল ঠেকাতে স্থানীয়দের প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত নড়াইলে ডিবির দুই পৃথক অভিযানে ৩৫ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

কালকিনিতে নৌকা প্রতীকের তোরন আগুন দিয়ে পুরিয়ে দেওয়ায় বিক্ষোভ মিছিল

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২ ফেব্রুয়ারী, ২০২১
  • ৩৩১ Time View

মোঃ আমানুল্লাহ ফকির, বিশেষ প্রতিনিধিঃ

মাদারীপুরের কালকিনিতে পৌর নির্বাচনে নৌকা প্রতীকের তোরনে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এবং একই স্থানে নৌকার ঝুলানো পোস্টার ছিরে ফেলা হয়। আগুনে নৌকাটি বেশি অংশ পুড়ে যায়। এবং নৌকার বৈঠা পাশের খালের মধ্যে ভাসতে দেখা যায়। গত সোমবার গভীর রাতে ঘটনাটি ঘটানো হয় বলে দাবী নির্বাচন সেন্টার কমিটির আহবায়ক মোশারফ হোসেন মাস্টারের। কালকিনি পৌর এলাকার কাশিমপুর বাজারে পৌর নির্বাচন উপলক্ষে কাশিমপুর বাজারে সেন্টার কমিটির অফিসের সামনে ব্রিজের উপর নির্মিত তোরনে আগুন দেয়ার ঘটনা ঘটে। এবং নৌকার ঝুলানো পোস্টার ছিরে ফেলা হয়। খবর পেয়ে গতকাল সকালে স্থানীয় আওয়ামীলীগের নেতৃবৃন্দ ও পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন এবং এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। এ সময় নৌকার নেতা- কর্মিরা বিক্ষোভ মিছিল করেন। মিছিলে তারা দোষীদের আইনের আওতায় এনে শাস্তির দাবি করেন। পৌর আওয়ামীলীর মহিলা সম্পাদীকা চায়না খানম বলেন, গভীর রাতে পর্যন্ত কাশিমপুর বাজারের আলম মাকের্টে নারিকেল গাছ প্রতিকের মিটিং হয়েছে এবং মিটিং শেষে নৌকা পোড়ানো হয়েছে। আমরা এর সঠিক বিচার চাই। দোষীদের বিরুদ্ধে মামলা করা হবে। কাশিমপুর বাজার নির্বাচনী সেন্টার কমিটির আহবায়ক মোশরফ হোসেন মাষ্টার বলেন, আমরা নৌকার নির্বাচন শুরু করার পর থেকে আমাদেরকে নারিকেল গাছ ও চামুচের লোকজন বিভিন্ন ভাবে হুমকি ধমকি দিচ্ছেন। আমরা ভয়ে তাদের নাম বলতে পারছিনা। এব্যাপারে কালকিনি পৌরসভার আওয়ামীলীগের মনোনীত ( নৌকা) প্রার্থী এসএম হানিফ সরদার বলেন, আমি শুনেছি যে নৌকার তোরন না, বিশাল আকারের একটি নৌকা গতকাল (সোমবার রাতে) কে বা কারা পুরিয়ে ফেলেছে। জানিনা একটা কিসের আলামত না কোন অশনি সংকেত। আমি সুস্থ নির্বাচনের পক্ষে। আমি নৌকার প্রার্থী. আমি সরকারী দলের প্রার্থী ,আমি কোন হানা-হানি চাইনা। আমি চাই প্রশাসন সুস্থ তদন্ত করে দোষীদের আইনে আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। নৌকা হলো বঙ্গবন্ধুর নৌকা,শান্তি প্রতিক নৌকা, উনন্নয়নের প্রতিক নৌকা, জননেত্রী প্রধান মন্ত্রী শেখ হাসিনার নৌকা। কালকিনি থানা অফিসার ইনচার্জ মোঃ নাছির উদ্দিন মৃধা বলেন, এ ঘটনার তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

More News Of This Category