
হাফিজুর রহমান স্টাফ রিপোর্টার :
জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়ার তরুণ সমাজ সেবকদের উদ্যোগে এলাকাবাসীর ক্রীড়া ও শারীরিক চর্চার এক মাত্র অবলম্বন বাজার সংলগ্ন হাইস্কুল ফুটবল মাঠটি পরিস্কার পরিছন্ন করা হয়েছে । গতকাল শুক্রবার সকাল ১০ টায় আন্দুলবাড়ীয়ার তরুন সমাজ সেবকদের সরব উপস্থিতিতে ২ ঘন্টা অক্লান্ত পরিশ্রম করে মাঠ টি পরিস্কার পরিছন্ন করা হয় কর্মসূচিতে অংশ নেন আন্দুলবাড়ীয়া ক্রীড়া সংস্থার প্রচার সম্পাদক শেখ রাশেদুজ্জামান রাশেদ, আন্দুলবাড়ীয়া ঊষা খাটি প্রডাক্টস এর সত্ত্বাধিকারী তৌহিদুল ইসলাম সুমন, মো: নাজমুস শাকিব, ইশতিয়াক আহম্মেদ, তরুণ সাংবাদিক মো: নাঈমুর রহমান খান, বাবর আলী, রমজান বিশ্বাস, কাজী সাকিরুল ইসলাম তানিম,মোল্লা নিষান ,নাঈম হোসেন,জিহাদুর রহমান,ইব্রাহিম আকাশ, তামিম হোসেন,পারভেজ খান,মারুফ হোসেন,নিষান আহম্মেদ,পিয়াস ,স্বাধীন, শাহরিয়ার কবির সহ আরও অনেকেই।