আলমডাঙ্গা প্রতিনিধিঃ
আলমডাঙ্গা পৌর নির্বাচনে হাসান কাদির গনুর নৌকাকে বিজয়ী করতে হাজরো মোটরসাইকেল নিয়ে শোভাযাত্রা ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। আলমডাঙ্গা পৌর নির্বাচনে আওয়ামীলীগ মনোনিত মেয়র প্রার্থী,বর্তমান মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সংগ্রামী সভাপতি হাসান কাদির গনু নৌকা প্রতীকসহ পৌরসভার সকল ওয়ার্ড ও শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সরকারি ডিগ্রি কলেজ মাঠে সংক্ষিপ্ত পথসভায় নৌকাকে বিজয়ী করতে দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেছেন।গতকাল বুধবার প্রতীক বরাদ্দের দিনে নৌকা প্রতিক নিয়ে উপজেলা আওয়ামীলীগের দলীয় অফিস থেকে শুরু করে মোটরসাইকেল নিয়ে পৌরসভার ১,২,৩,৪,৫,৬,৭,৮ ও ৯ নং ওয়ার্ডে নৌকায় ভোট দিন,স্লোগানে স্লোগানে পুরো শহর প্রকম্পিত করে শেষ হয় ডিগ্রি কলেজ চত্বরে অসংখ্য নেতাকর্মী ও সমর্থকবৃন্দ নিয়ে। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সংগ্রামী সভাপতি ও বর্তমান মেয়র হাসান কাদির গনু।বিশেষ অতিথি ছিলেন সেক্রেটারি ইয়াকুব আলী, সহ-সভাপতি ও বেলগাছি ইউপি চেয়ারম্যান আমিরুল ইসলাম, যুগ্মসম্পাদক কাজী রবিউল হক,সাংগঠনিক সম্পাদক আতিয়ার রহমান,ধর্ম বিষয়ক সম্পাদক হাজ্বি ঠান্ডু রহমান, পৌর আওয়ামীগের সাবেক সেক্রেটারি সিরাজুল ইসলাম,যুবলীগ নেতা সোনাহার,ডিটু,হাসানুজ্জামান,উপজেলা ছাত্রলীগের সভাপতি ও ভাইস চেয়ারম্যান সালমুন আহমেদ,কলেজ ছাত্রলীগের সভাপতি আশরাফুল হক,পৌর ছাত্রলীগের সভাপতি নয়ন সরকার,আব্দুস সালাম,খবির উদ্দিন, যুগ্মসম্পাদক সাইফুর রহমান পিন্টু,বিআরডিবি চেয়ারম্যান মুহিদুল ইমলাম মুহিদ।এসময় আরো উপস্থিত ছিলেন আওয়ামীলীগ নেতা সিরাজুল ইমলাম,সেক্রেটারি পারভেজ মিডেল, ইন্জিনিয়ার জাফর ইকবাল জুয়েল,কবি মামুন খন্দকার, মাজেদ ভুইয়া,যুগ্মসম্পাদক হাসানুজ্জামান।এছাড়াও আরো উপস্থিত ছিলেন রকি, সজিব,টিটন,অটাল,সজিব, মহেশ,তুহিন,আশরাফুল,দেবদাস প্রমুখ। এছাড়া ৯ টি ওয়ার্ডের যুবলীগ,কৃষকলীগ,তাতীলীগসহ আওয়ামীলীগের সকল অঙ্গসংগঠনের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।