
গাজীপুর প্রতিনিধি
গাজীপুরের শ্রীপুরে ২০ জন ভূমিহীন পরিবার প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ঘর পেয়েছেন। তারা এখন তাদের নিজের বাড়িতে মাথা গুঁজার ঠাঁই পেল। শনিবার (২৩ জানুয়ারি) দুপুরে প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিক বক্তব্য দেওয়ার পর উপজেলা পরিষদ হলরুমে গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য মুহাম্মদ ইকবাল হোসেন সবুজ এক অনুষ্ঠানের মাধ্যমে ভূমিহীনদের মাঝে এসব বাড়ির দলিল হস্তান্তর করেন। দলিল হস্তান্তর অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এড. শামসুল আলম প্রধান, উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসলিমা মোস্তারি, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারজানা নাসরীন, পৌর মেয়র আলহাজ্ব মো. আনিছুর রহমান, শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খোন্দকার ইমাম হোসেন প্রমূখ। পরে স্থানীয় সাংসদ ইকবাল হোসেন সবুজ উপজেলা পরিষদ চত্বরে স্থাপিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল উদ্বোধন করেন এবং ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।