মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫, ০৮:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
বিশেষ প্রিজন ভ্যানে ট্রাইব্যুনালে নেওয়া হলো ১৫ সেনা কর্মকর্তাকে রাজৈরে শহীদ মিনার ভাঙচুর করে ঘর তোলার চেষ্টা, এলাকায় উত্তেজনা সুদে কারবারীদের ফাঁদে এক নিরীহ পরিবার সুবর্ণচরে জমি দখল ঠেকাতে স্থানীয়দের প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত নড়াইলে ডিবির দুই পৃথক অভিযানে ৩৫ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার মাদারীপুরে আলোচিত মাদ্রাসা ছাত্রী দীপ্তি হত্যা মামলায় আসামির ফাঁসির আদেশ মুকসুদপুরে এইচএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে ছাত্রীর আত্মহত্যা শাহজালাল বিমানবন্দরে কার্গো ভিলেজে ভয়াবহ আগুন তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে বেরোবিতে মশাল মিছিল অনুষ্ঠিত পথসভায় লোক ভাড়া করে এনে টাকা না দেয়ার অভিযোগে হট্টগোল

চট্টগ্রাম থেকে অপহৃত শিশু টেকনাফে উদ্ধার

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১২ জানুয়ারী, ২০২১
  • ২৬৮ Time View

 চট্টগ্রাম ব্যুরো, এস এম কায়সার আশ্রাফী

চট্টগ্রাম থেকে অপহৃত এক শিশুকে দুই দিন পর টেকনাফ থেকে উদ্ধার করেছে পুলিশ। রোববার টেকনাফের হ্নীলা ইউনিয়নের পাহাড়ি এলাকার একটা ঘর থেকে চার বছর বয়েসী এ শিশুটিকে উদ্ধার করে চট্টগ্রামের পাঁচলাইশ থানা পুলিশ।  পাঁচলাইশ থানার ওসি আবুল কাশেম ভূঁইয়া  সংবাদ মাধ্যমকে জানান, এ শিশুকে মোসারিকুল হাসান ওরফে রিফাত নামে এক যুবক শুক্রবার সকালে নগরীর হিলভিউ এলাকা থেকে চকলেট কিনে দেওয়ার প্রলোভন দেখিয়ে চুরি করে টেকনাফ নিয়ে যায়। “টেকনাফের হ্নীলায় পাহাড়ি এলাকার শিশুটিকে একটি বাড়িতে আটকে রেখে তার মা লাকি আক্তারকে ফোন করে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করে রিফাত।” এ ঘটনায় শনিবার লাকী আক্তার পাঁচলাইশ থানায় একটি মামলা করেন। মামলার পর থানা পুলিশের একটি দল তথ্য প্রযুক্তি ব্যবহার করে শিশুটির অবস্থান হ্নীলায় নিশ্চিত করে। এরপর স্থানীয় জনপ্রতিনিধি ও টেকনাফ থানা পুলিশের সহায়তায় শিশুটিকে উদ্ধার করেন। ওসি কাশেম বলেন, “রিফাতের বাড়িও টেকনাফের হ্নীলায়। সে শিশুটিকে এক বয়স্ক নারীর কাছে রেখে পরিবার নিয়ে সটকে পড়ে। তাকে ধরতে পুলিশের অভিযান অব্যাহত আছে।” রিফাত টেকনাফ থানার একটি মাদক মামলার আসামি বলে জানান ওসি। লাকীর বরাত দিয়ে ওসি আবুল কাশেম বলেন, লাকীর স্বামী হাটহাজারি থানার একটি মামলায় কারাগারে আছেন। রিফাত শুক্রবার লাকীকে তার স্বামীর বন্ধু পরিচয়ে ফোন দিয়ে হিলভিউতে তার বাসায় আসেন। বাসায় এসে রিফাত শিশুটিকে চুরি করে নিয়ে যান। উদ্ধারের পর আদালতের মাধ্যমে শিশুটিকে বিকালে তার মার কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান ওসি কাশেম ভূঁইয়া।

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

More News Of This Category