মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫, ০৪:০৩ অপরাহ্ন

মাগুরায় পৌরসভা নির্বাচনে প্রতিপক্ষের হামলায় কাউন্সিলর পদপ্রার্থী রেজাইল হক মেজরের ২ সমর্থক আহত

Reporter Name
  • Update Time : রবিবার, ১০ জানুয়ারী, ২০২১
  • ২৯৬ Time View

ডেস্ক রিপোর্ট

মাগুরায় আসন্ন পৌরসভা নির্বাচনে সাত নম্বর ওয়ার্ডের দুজন কাউন্সিলর পদপ্রার্থী রেজাইল হক মেজর ও সাকিবুল হাসান তুহিনের সমর্থকদের মধ্যে এক ধরনের মারমুখী উত্তেজনা বিরাজ করছে। সাকিবুল হাসান তুহিন বর্তমান কাউন্সিলর থাকায় তার প্রতি উঠতি বয়সি সমর্থকদের একটি প্রভাব কাজ করছে, অন্যদিকে রেজাইল হক মেজরের পক্ষে ব্যাপক গণজোয়ার সৃষ্টি হওয়ায় টানটান পরিস্থিতির সৃষ্টি হয়েছে, যেকোনো সময় বড় ধরনের সংঘর্ষের আশঙ্কা করছে স্থানীয় লোকজন। তারই ফলশ্রুতিতে আজ ৯ জানুয়ারি সন্ধ্যা ৭:৩০ ঘটিকায় সাকিবুল হাসান তুহিন এর সর্মথক নিজনান্দুয়ালী গ্রামের শান্ত, সিফাত, জিসান, শ্যামল, আজাদ ও রাজু, কাউন্সিলর পদপ্রার্থী রেজাইল হক মেজরের গণসংযোগের ভীতর ঢুকে এলোপাতাড়ি মারধর করে ও বাইকসহ তাদের ফেলে দেয় , ফলে নিজনান্দুয়ালী গ্রামের কারিকর পাড়ার বাসিন্দা রবিউল মোল্লা (৩৫) ও রুবেল (৩২) পায়ে মারাত্মক আঘাতপ্রাপ্ত হন এবং পরবর্তীতে মাগুরা সদর হাসপাতাল থেকে তাদের চিকিৎসা দেয়া হয়। রেজাইল হক মেজর এর মুখপাত্র রেজা জানান ” সন্ধ্যা হলেই ৪০/ ৫০ টি মোটরসাইকেল অনবরত আমাদের এলাকা দিয়ে দ্রুত বেগে ঘোরাফেরা করে এক ধরনের আতংকের পরিবেশ সৃষ্টি করে, এর ফলে আমাদের মহিলা সর্মথকরাসহ কেউ ঘর থেকে বের হতে পারেন না।” তিনি আরো দাবি করেন পরিস্থিতি স্বাভাবিক না হলে যেকোনো সময় বড় ধরনের ঘটনা ঘটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এ ব্যাপারে মাগুরা সদর থানার ওসি জয়নাল আবেদীন বলেন অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

More News Of This Category
Adsense