মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫, ০১:৩৭ অপরাহ্ন

“রোটারী ক্লাব অব শ্রীপুর ” এর উদ্যোগে, অসহায় মানুষকে কম্বল বিতরণ মনিরুল ইসলাম মেরাজ

Reporter Name
  • Update Time : শনিবার, ৯ জানুয়ারী, ২০২১
  • ২৮৮ Time View

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরের শ্রীপুরে “রোটারী ক্লাব অব শ্রীপুর ” এর উদ্যোগে রহমানিয়া একাডেমী এন্ড উচ্চ বিদ্যালয় মাঠচত্বরে কম্বল বিতরণ বিতরণ করেছেন “রোটারী ক্লাব অব শ্রীপুর ” এর রোটারীয়নবৃন্দ। শনিবার সকাল ১১ ঘটিকায় কম্বল বিতরণ কর্মসূচির সূচনা করেন এমদাদুল হক, প্রেসিডেন্ট “রোটারী ক্লাব অব শ্রীপুর” সহকারী অধ্যাপক মুক্তিযোদ্ধা কলেজ। এ সময় উপস্থিত ছিলেন,রোটারীয়ন সাংবাদিক পি পি ছালাম রানা, রোটারীয়ান পি পি গোলাম রওফ, রোটারিয়ান মাহফিজুলইসলাম, রোটারিয়ান জুয়েল রানা, রোটারিয়ান কামরুজ্জামান, রোটারীয়ান আব্দুল্লাহ আল মামুন, রোটারিয়ান রুবেল সহ ইন্টারেক্ট ক্লাবের প্রেসিডেন্ট আবুসাইদ, ভাইস প্রেসিডেন্ট রুমান, সদস্য সচিব মনিরুল ইসলাম মেরাজ উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন। এসময় প্রায় শতাধিক অসহায় এবং গরীব মানুষের মধ্যে শীত কম্বল বিতরন করা হয়। আগামীতে আরও বড় পরিসরে কার্যক্রম পরিচালিত হবে বলে প্রকাশ করেন রোটারি ক্লাব অব স্রীপুরের প্রেসিডেন্ট মোঃ এমদাদুল হক।