বুধবার, ১৫ অক্টোবর ২০২৫, ০৮:০৫ অপরাহ্ন
শিরোনাম :
Melbet saytiga kirish va uning O‘zbekistondagi afzalliklari কৌশলে ভাড়াটিয়াকে ধর্ষণের অভিযোগ, পরে অপবাদ দিয়ে মারধর পথসভায় লোক ভাড়া করে এনে টাকা না দেয়ার অভিযোগে হট্টগোল ফরিদরপুরের নগরকান্দা উপজেলায় শেষ হলো নৌকা বাইচ প্রতিযোগিতা যারা পিআর নিয়ে কথা তুলছে তারা স্বৈরাচারের দোসর – হেলেন জেরিন খান রাজৈরে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির উদ্যোগে জাতীয় প্রেসক্লাবে সনাতনী মহাসমাবেশ অনুষ্ঠিত। টেকেরহাট শহীদ সরদার সাজাহান গার্লস স্কুল এন্ড কলেজে ” জুলাই গণ অভ্যুত্থান”দিবস উদযাপিত। ভোগ বিলাসে উপদেষ্টারা ব্যস্ত : রংপুরে সাদিক শার্শায় হতদরিদ্রের খাদ্য সহায়তা কর্মসূচির চাল ছিনতাইয়ের অভিযোগে আটক-২

রাজনীতিকে পুঁজি করে শিকলবাহায় রমরমা মাদক বাণিজ্য

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৫ জানুয়ারী, ২০২১
  • ৯৭২ Time View

স্টাফ রিপোর্টার

ইয়াবা গডফাদার দুলা মিয়া (দুলাইয়া) চট্টগ্রাম। চট্টগ্রাম জেলার কর্ণফুলী উপজেলা দক্ষিন শিকলবাহায় চলছে নিরবে রমরমা ইয়াবা বাণিজ্য। জানে না থানা পুলিশ বা কোন প্রশাসন। সূত্রে জানা যায় এক সময়ের হাটে বাজারে পলিছিন বিক্রেতা (দুলা মিয়া) দক্ষিণ শিকলবাহায় মাদকের গডফাঁদার মাদকসহ একাধিক বার গ্রেফতার হওয়ার পরেও সে নিজেকে যুবলীগ নেতা পরিচয় দিয়ে বহাল তবিয়তে চালিয়ে যাচ্ছে মাদক বাণিজ্য। শিকলবাহা এলাকায় খোজ নিয়ে জানা যায় তার একটা মাদক বাণিজ্যের সিন্ডিকেট রয়েছে। যুলীগ পরিচয়ে সে প্রশাসনের অন্তরালে থাকলেও সক্রিয় রয়েছে তার মাদক সিন্ডিকেট। গােপন সুত্রে জানা যায় তার বিশেষ মাদক বাণিজ্যের সহযােগী টিটু বর্তমানে কারাগারে থাকলেও অন্য সহযােগী মােঃ ইব্রাহীমের হাত ধরে থেমে নেই তার ইয়াবা বাণিজ্য। সােস্যাল মিডিয়ার বদৌলতে ইব্রাহীম নিজেকে বিএনপি কর্মী পরিচয়ে ব্যস্ত। সে এলাকায় কর্ণফুলী ছাত্রদলের সাধারণ সম্পাদক ফারুকের অনুসারী হিসেবে পরিচিত। ইব্রাহিমের ব্যাপারে স্থানীয় যুবলীগ নেতা ইয়াকুব জানান ইব্রাহিমের বিরুদ্ধে মাদক, নারী নির্যাতনের অভিযােগ থাকায় এলাকাবাসী আমরা মানববন্ধন করার পরেও সে রাজনীতির ছত্রছায়ায় এখনাে ধরা ছােয়ার বাহিরে। মাদক বযবসায়ী ইব্রাহিমের বাপারে শিকলবাহা ইউনিয়ন বিএনপির সভাপতির কাছে জানতে চাইলে তিনি প্রতিবেদককে জানান ইব্রাহিমকে চিনি, কিন্তু সে আমাদের কর্মী হিসেবেও আমি কোন দিন দেখিনি এবং জানি না। এই অন্তরালের বিএনপি নেতা ইব্রাহিমের ব্যাপারে কর্ণফুলী ছাত্রদালের সভাপতি কায়সার এর মুঠো ফোনে যােগাযােগ করা হলে তিনি বলেন এই ইব্রাহিমকে আমি চিনি না কিন্তু শিকলবাহার আরেকটা ইব্রাহিম আছে সে যুবদলের পদে আছে। সর্বশেষ মাদক গডফাদার দুলা মিয়ার ব্যাপারে কর্ণফুলী যুবলীগের যুগ্ম সম্পাদক সেকান্দর রানার সাথে যােগাযােগ করা হলে তিনি জানান এই নামে আমাদের কমিটিতে কেহ নেই। যদি সে যুবলীগ পরিচয় দিয়ে মাদক ব্যবসা চালায় তাহলে আপনাদের লেখনীর মাধামে আইনের আওতায় এনে যেন প্রশাসক বাবস্থা নেয় এই মাদক বাণিজ্যের ব্যাপারে কর্ণফুলী থানার অফিসার ইনচার্জ এর মুঠো ফোনে যােগাযােগ করা হলে তিনি বলেন আমি এই থানায় বর্তমানে নতুন। তবুও যদি এই ধরনের কোন অভিযােগ আমার কাছে আসে আমি বিশেষ অভিযানের মাধ্যমে গ্রেফতার করে মাদক নির্মূল সহ মাদকমুক্ত কর্ণফুলী করে দেখাব।

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

More News Of This Category
Adsense