মোঃএনায়েত হোসেন নোয়াখালী জেলা প্রতিনিধি
দ্বীপ হাতিয়া উপজেলায় বছরের শুরুতে নতুন বই পেয়ে আনন্দিত ছাত্র ছাত্রীরা এমন মত প্রকাশ করেন মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ। এছাড়াও হাতিয়া উপজেলার বিভিন্ন ইউনিয়ন গুলোতে মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের হাতে নতুন বই তুলে দেন প্রধান শিক্ষকগণ। বই পেয়ে কোমলমতি শিশুদের আনন্দের শেষ নেই বলেই চলে। অন্য দিকে করোনা ভাইরাসের কারণে বিদ্যালয়ে এসে ক্লাস না করতে পারাই পড়াশোনায় পিছিয়ে পড়েছে বলে এমন অভিযোগ করেন অভিভাবকগণ। অন্য দিকে হাতিয়া উপজেলা মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের কর্মকর্তাগণ জানান,করোনার কারণে আমাদের শিক্ষা প্রতিষ্ঠান গুলো বন্ধ থাকলেও কিন্তু অনলাইনের মাধ্যমে ক্লাস চলছে বিভিন্ন মিডিয়ার মাধ্যমে। এতে করে ছাত্র ছাত্রীরা পিছিয়ে পড়ার কোন সুযোগ নেই। এছাড়াও নতুন বছরে প্রথম দিনে ছাত্র ছাত্রীরা হাতে বই পেয়ে খুবই আনন্দিত পেয়েছে বলে আমি মনে করি এবং তারা অনলাইনের মাধ্যমে পড়াশোনার পাশাপাশি বাড়ীতে পড়াশোনা করবে। তাতে পড়াশোনায় পিছিয়ে পড়ার কোনই সুযোগ নেই।