পেকুয়া প্রতিনিধি
কক্সবাজারের পেকুয়া উপজেলার টইটং ইউনিয়নের শেখ রাসেল মিনি ষ্টেডিয়ামে প্রথম বারের অনুষ্ঠিত বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টূর্ণামেন্ট- প্রথম রাউন্ডের দ্বিতীয় খেলা সম্পন্ন হয়েছে। রবিবার (৩ জানুয়ারী) বিকাল ৪টার দিকে টইটং ইউনিয়নের শেখ রাসেল মিনি ষ্টেডিয়ামে এ খেলা অনুষ্টিত হয়। টইটং ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান জাহেদুল ইসলামের প্রধান পৃষ্টপোষকতায় অনুষ্ঠিত ফুটবল টুর্ণামেন্টে হাজার হাজার ফুটবল প্রেমী দর্শকের উপস্থিতিতে ওই খেলায় আনন্দ আর উচ্ছাসে মাতোয়ারা করে তুলে। প্রথম রাউন্ডের ২য় খেলায় মাঠে মোকাবেলা করে লামা ফুটবল একাডেমী বান্দরবান ও বাঁশখালী থ্রী স্টার ফুটবল একাডেমী চট্টগ্রাম । খেলার নির্ধারিত ৬০মিনিটের প্রথমার্ধের বাঁশখালী থ্রী স্টার ফুটবল একাডেমীর ১১নং জার্সি পরিহত খেলোয়াড় মো.আরিফ প্রতিপক্ষ লামা ফুটবল একাডেমী বান্দরবানের গোল রক্ষক জনিকে বোকা বানিয়ে মাথায় আঁচড় দিয়ে বল জালে পাঠিয়ে তাঁর দলকে ০-১ গোলে এগিয়ে নিয়ে যায়। দ্বিতীয়ার্ধের শেষের দিকে লামা ফুটবল একাডেমী বান্দরবান এর ৯নং জার্সি পরিহিত খেলোয়াড় মামুন একটি গোল করে খোলা সমতা আনে। এদিকে প্রথমার্ধে রেফারীর শেষ বাঁশির ৪মিনিট পূর্বে কর্ণার কিকের মাধ্যমে গোল করার সর্বশেষ সুযোগটি কাজে লাগাতে ব্যার্থ হন লামা ফুটবল একাডেমী বান্দরবান খেলোয়াড়রা। দ্বিতীয়ার্ধে শুরু থেকে উভয় খেলোয়াড়দের টান টান উত্তেজনাপূর্ন খেলা দর্শককে মাতিয়ে তুলে। আক্রমন আর পাল্টা আক্রমনের মধ্য দিয়ে দ্বিতীয়ার্ধের ১৭ মিনিটের মাথায় বিজয়ী দলে খেলোয়াড় আরিফ আরও একটি সমোজোতা ভেঙ্গে দেয়। খেলা চললেও দ্বিতীয়ার্ধের খেলা শেষের রেফারী চুড়ান্ত বাাঁশি দেওয়ার ১মিনিট পূর্বে বাঁশখালী থ্রী স্টার ফুটবল একাডেমী চট্টগ্রামের ৬নং জার্সি পরিহিত খেলোয়াড় সজিব বড়–য়া তৃতীয় গোলটির মধ্যদিয়ে খেলার সমাপনী দেয় রেফারী। এতে ০১-০৩ গোলে হারিয়ে বাঁশখালী থ্রী স্টার ফুটবল একাডেমী চট্টগ্রাম জয়ী। খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন বিজয়ী দলের মোঃ আরিফ। খেলায় রেফারী দায়িত্ব পালন করেন, কক্সবাজার রেফারী এসোসিয়েশনের সদস্য আবুল কাশেম কুতুবী।