বুধবার, ১৫ অক্টোবর ২০২৫, ০১:৫৩ অপরাহ্ন

শৈলকুপায় র‍্যাবের অভিযানে ২ শত ২০ পিচ ইয়াবাসহ আকবার আলী আটক

Reporter Name
  • Update Time : রবিবার, ৩ জানুয়ারী, ২০২১
  • ৩২৩ Time View

হাফিজুর রহমান স্টাফ রিপোর্টার

ঝিনাইদহের শৈলকুপায় র্যাবের অভিযানে ২ শত ২০ পিচ ইয়াবাসহ আকবার আলী @ আরমান (২৬) নামের এক আসামি গ্রেফতার হয়েছে। গ্রেফতারকৃত আরমান চুয়াডাঙ্গা পৌরশহরের রূপছায়া সিনেমা হল পাড়ার আবুল কাশেমের ছেলে। শনিবার (২রা জানুয়ারী) বিকাল ৪টা ৫০ মিনিটের সময় ঝিনাইদহের শৈলকুপা থানাধীন ভাটই এলাকা থেকে তাকে আটক করা হয়। র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সিপিসি-২, র্যাব-৬, ঝিনাইদহ ক্যাম্পের স্কোয়াড কমাণ্ডার এএসপি এইচ এম শফিকুর রহমানের নেতৃত্বে র্যাবের একটি চৌকস আভিযানিক দল ঝিনাইদহের শৈলকুপা থানাধীন ভাটই এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানকালে ভাটই বাজারস্থ নাসির মেশিনারীজ নামক দোকানের সামনে পাকা রাস্তার উপর হতে আকবার আলী @ আরমান নামের এক ব্যক্তিকে আটক করা হয়। আটককৃত ব্যক্তির দখল হতে উদ্ধার করা হয় ২ শত ২০ পিস ইয়াবা ট্যাবলেট। পরবর্তীতে জব্দকৃত আলামতসহ গ্রেফতারকৃত আসামিকে ঝিনাইদহের শৈলকুপা থানায় হস্তান্তর করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়ছে। প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন সিপিসি-২, র্যাব-৬, ঝিনাইদহ ক্যাম্পের স্কোয়াড কমাণ্ডার এএসপি এইচ এম শফিকুর রহমান।

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

More News Of This Category
Adsense