শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫, ০২:০৪ পূর্বাহ্ন

দামুড়হুদার বড়বলদিয়া গ্রামে চাচাত দুলা ভাইয়ের লাঠির আঘাতে শফিকুল নিহত

Reporter Name
  • Update Time : শনিবার, ২ জানুয়ারী, ২০২১
  • ৩১০ Time View

হাফিজুর রহমান স্টাফ রিপোর্টার 

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার বড়বলদিয়া গ্রামে জমি নিয়ে বিরোধের জের ধরে চাচাত দুলাভায়ের লাঠির আঘাতে শ্যালক শফিকুল ইসলাম (৪০) খুন হয়েছে। স্থানীয় সাবেক ইউপি সদস্য ও স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে বলদিয়া গ্রামের কালাম বাঙ্গাল ও শফিকুলদের মধ্যে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এর জের ধরে শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উভয়ের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে আ.সামাদের ঘরজামায় কালাম বাঙ্গাল এর কাঠের বাটামের আঘাতে শফিকুল ইসলাম ঘটনাস্থলেই মারা যান।এ সময় স্থানীয় লোকজন দর্শনা থানায় পুলিশকে খবর দিলে দর্শনা থানার অফিসার ইনচার্জ ওসি মাহবুবুর রহমান কাজল এর নির্দেশে এস আই সাইফুল ইসলাম, এ এস আই মহিউদ্দিন সহ সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে ঘটনাস্থলে যান। এবং বড় বলদিয়া গ্রামে মৃত শুকুর আলীর ছেলে শফিকুল ইসলাম কে মৃত অবস্থায় দেখতে পায়। পরে লাশটি উদ্ধার করে দর্শনা থানায় নিয়ে আসে। উভয় পক্ষের পাঁচজন আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুর রহমান কাজল নিহতের ঘটনার সত্যতা নিশ্চিত করেন। এবং তিনি বলেন আমরা আসামি ধরার জন্য চেষ্টা অব্যাহত রেখেছি।

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

More News Of This Category
Adsense