বুধবার, ১৫ অক্টোবর ২০২৫, ০৩:২৭ পূর্বাহ্ন

চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট কর্তৃক ভিন্ন সাজার ব্যাবস্থা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩১ ডিসেম্বর, ২০২০
  • ৩৫৫ Time View

স্টাফ রিপোর্টার

মোঃ রিয়াজুল ইসলাম,পিতা,মৃত রেজ্জাক আলী বজরাটেক রাধানগর ভোলাহাট কর্তৃক জি আর ৯৩/২০১৫( ভোলাহাট মামলার গত ১২/৫/২০১৯ খ্রিঃ তারিখে ঘোষিত রায় ও সাজার আদেশ একদ্বারা বহাল ও সুদৃঢ় করে প্রবেশনের মুচলেকায় বনির্তর প্রবেশনের ৬ মাস আসামির প্রবেশন অফিসার সন্তোসজনক. প্রবেশন অতিক্রাত্ত হওয়ার শর্তে আসামি দন্ড হতে অব্যহতি প্রপ্ত হবেন মর্মে আসামিকে তার কার্যবিধি বিবেচনায় অফিসার ভোলাহাট উপজেলা সমাজ সেবা কর্মকর্তা এর তত্ববধনে ৬ মাস মেয়াদে(প্রবেশন কাল )পরিক্ষা হিসেবে থাকতে হবে।এ রায়ের ফলে আইনের প্রতি সাধারণ মানুষের আস্থা আরও সুদৃঢ় হবে এবং আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে অপকর্ম থেকে বিরত থাকবে

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

More News Of This Category
Adsense