শনিবার, ২৫ অক্টোবর ২০২৫, ০৩:২২ অপরাহ্ন

পাবলিক বিশ্ববিদ্যালয়ের দাবীতে গাইবান্ধা মানববন্ধন

Reporter Name
  • Update Time : শনিবার, ২৬ ডিসেম্বর, ২০২০
  • ৪৪৫ Time View

বিশেষ প্রতিনিধি

উত্তরের জনপদ গাইবান্ধায় পাবলিক বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ গড়ে তোলার দাবী তুলেছে অনলাইন ভিত্তিক সংগঠন আমাদের গাইবান্ধা। শনিবার সকালে ডিবি রোডে সংগঠনটির উদ্যোগে পাবলিক বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ স্থাপনের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে । তাদের দাবী, সকল জেলায় পাবলিক বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ স্থাপনের প্রক্রিয়া চলছে। কিন্তু বরাবরের মতো উপেক্ষিত থাকছে গাইবান্ধা জেলা। গাইবান্ধা হচ্ছে উত্তরবঙ্গের প্রবেশদ্বার তবুও আমাদের গাইবান্ধা জেলায় পাবলিক বিশ্ববিদ্যালয় বা মেডিকেল কলেজ স্থাপনের কোন উদ্যোগ নেয়া হয়নি৷ মানববন্ধনে বক্তব্য দেন আমাদের গাইবান্ধা সেচ্ছাসেবী সংগঠনের সভাপতি মোঃ সায়হাম রহমান, সাধারণ সম্পাদক মুসাভভির রহমান রিদিম এবং রক্তযোদ্ধা সংগঠনের ফাউন্ডার অলি আরব এবং রিয়াদুস সালেহীন রিজভী, বৈচিত্র্যময় বালাশীর সভাপতি মোঃ মিজানুর রহমান বিদ্যুৎ। এর আগে গাইবান্ধা পৌর পার্ক থেকে মিছিল নিয়ে ডিবি রোডে অবস্থান করে এবং তাদের সবাই স্লোগান দেন, দাবী মোদের একটাই গাইবান্ধা জেলায় পাবলিক বিশ্ববিদ্যালয় চাই । মানববন্ধন থেকে বক্তারা দাবী বাস্তবায়নে জাতীয় সংসদের ডেপুটি স্পীকার অ্যাড. ফজলে রাব্বী মিয়া এমপি ও হুইপ মাহাবুব আরা বেগম গিনি এমপি’র দৃষ্টি আকর্ষণ করেন।

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

More News Of This Category