মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫, ১১:২৯ অপরাহ্ন

নানা আনুষ্ঠানিকতায় কাপ্তাইয়ে শুভ বড়দিন উদযাপন

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৫ ডিসেম্বর, ২০২০
  • ৩৩৭ Time View

 ঝুলন দত্ত, কাপ্তাই (রাঙ্গামাটি) প্রতিনিধি

খ্রিস্টান সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শুভ বড় দিন। এই উপলক্ষে শুক্রবার(২৫ ডিসেম্বর) কাপ্তাইয়ের চন্দ্রঘোনা ব্যাপ্টিস্ট চার্চ সংঘের আয়োজনে মিশন হাসপাতাল সংলগ্ন চার্চে সকালে সমবেত প্রার্থনা, খ্রীস্ট সংগীত পরিবেশন এবং কেক কাটা হয়। চার্চের পালক রেভারেন্ট সখরিয় বৈরাগী সমবেত প্রার্থনা পরিচালনা করেন। এসময় শুভেচ্ছা বক্তব্য রাখেন চন্দ্রঘোনা খ্রিস্টিয়ান হাসপাতালের পরিচালক ডাঃ প্রবীর খিয়াং, আঞ্চলিক ব্যাপ্টিস্ট চার্চ এর সভাপতি বিপ্লব মারমা। সমবেত প্রার্থনায় করোনা হতে মুক্তির জন্য বিশেষ প্রার্থনা করা হয়। এইসময় খ্রিস্টান সম্প্রদায়ের লোকজন উপস্থিত ছিলেন। এদিকে রাঙ্গামাটি পার্বত্য জেলা হতে নির্বাচিত সাংসদ দীপংকর তালুকদার বড় দিন উপলক্ষে খ্রিস্টায়ন সম্প্রদায়ের লোকদের শুভেচ্ছা জানিয়েছেন। এবার করোনার কারনে চন্দ্রঘোনা মিশন এলাকায় খ্রিস্টান পল্লীতে বড় কোন আনুষ্ঠানিকতা না থাকলেও প্রতিটি ঘরে পিঠা, পায়েস, কেক, মিষ্টি সহ নানা উপাদেয় খাবার পরিবেশন করা হয়েছে। এতে নানা ধর্মীয় গোত্রের মানুষজন এই উৎসবে যোগদেন।

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

More News Of This Category
Adsense