মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫, ০৭:১০ অপরাহ্ন

পেকুয়ায় দুপক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে যুবক নিহত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২২ ডিসেম্বর, ২০২০
  • ৩৫৯ Time View

 পেকুয়া প্রতিনিধি

কক্সবাজারের পেকুয়ায় বালু উত্তোলনকে কেন্দ্র করে মিন্টু মিয়া (৩৮) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। মঙ্গলবার (২২ডিসেম্বর) বিকেল ৪টার দিকে উপজেলার টৈটং ইউনিয়নের ঝুমপাড়া এলাকায় এ ঘটে। পরে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। নিহত মিন্টু মিয়া বাঁশখালী উপজেলার পুঁইছড়ি ইউনিয়নের পূর্ব পুঁইছড়ি গ্রামের আহমেদ হোসেনের ছেলে বলে জানা যায়। টৈটং ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য মোঃ কাসেম বলেন, ঝুম পাড়া এলাকার নুরুল কবিরের সাথে মোঃ খোকনের মধ্যে টৈটং ছড়া থেকে বালু উত্তোলন ও জমি দখল বেদখল নিয়ে বিরোধ চলছিল। এর জের ধরে নিহত মিন্টুসহ একদল যুবক খোকন পক্ষের জয়নালের বাড়িতে গিয়ে শাসায়। এসময় দু’পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এতে জয়নালের স্ত্রী ফরিজা খাতুন ও ভাই হাবিবউল্লাহ আহত হয়েছেন। পরে জয়নালের পক্ষের লোকজন মিন্টুকে ধাওয়া করে ধরে ফেলে। এসময় তাঁকে এলোপাথাড়ি কুপিয়ে ডান হাত বিচ্ছিন্ন ও মাথায় গুরুতর জখম করে। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। এবিষয়ে জয়নাল আবেদীনের মোবাইলে যোগাযোগ করা হলে তিনি জানান, মিন্টু মিয়া বাঁশখালী এলাকার একজন চিহ্নিত সন্ত্রাসী। এর আগেও একাধিক বার আমার কাছে চাঁদা চাইতে আসে। প্রায় সময় আধিপত্য বিস্তার করে। ঘটনার এক পর্যায়ে সংঘর্ষ হয়। এতে আমি, আমার স্ত্রী ও ভাইসহ ৪ জন গুরুতর আহত হয়। এবিষয়ে পেকুয়া থানার ওসি (তদন্ত) কানন সরকার বলেন,খবর পেয়েই তৎক্ষনাৎ ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। ঘটনাস্থল থেকে নিহত যুবকের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। বুধবার সকালে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হবে।

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

More News Of This Category
Adsense