বুধবার, ১৫ মে ২০২৪, ১১:৪৬ অপরাহ্ন

স্বাশিপ কেন্দ্রীয় সদস্য মোঃ সামসুল আলমকে বহিষ্কার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর, ২০২০
  • ৬৩ Time View

 রণিকা বসু (মাধুরী) বিশেষ প্রতিনিধি

স্বাধীনতা শিক্ষক পরিষদের নীতি আদর্শ বিরোধী কর্মকান্ডে লিপ্ত থাকায় গঠনতন্ত্রের ধারা ২৬ এর ০২ উপ-ধারা অনুযায়ী সংগঠনের কেন্দ্রীয় কমিটির সদস্য ও স্বাধীনতা স্বতন্ত্র এবতেদায়ী মাদরাসা শিক্ষক পরিষদের সমন্বয়কারি জনাব মোঃ সামসুল আলমকে সংগঠনের প্রাথমিক সদস্য সহ সকল পদ থেকে বহিস্কার করা হয়েছে। ০৯ ডিসেম্বর,২০২০ ইং বুধবার সন্ধ্যায় স্বাশিপ এর কেন্দ্রীয় কার্যালয়ে সংগঠনের সহ-সভাপতি অধ্যক্ষ এস এম একরামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত স্বাধীনতা শিক্ষক পরিষদের কেন্দ্রীয় কমিটির এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভায় স্বাশিপ সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোঃ শাহজাহান আলম সাজু,সহ-সভাপতি মিসেস মেহেরুন্নেছা, যুগ্ম-সাধারণ সম্পাদক সায়েদুর রহমান পান্না,যুগ্ম-সম্পাদক হরিচাঁদ মন্ডল সুমন, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ তেলোয়াত হোসেন খান, কোষাধ্যক্ষ অধ্যক্ষ সলিম উল্লাহ সেলিম,প্রচার সম্পাদক অধ্যক্ষ হাবিবুর রহমান,দফতর সম্পাদক নারায়ণ চন্দ্র দাস, আন্তর্জাতিক সম্পাদক মোঃ মুজিবুর রহমান, সমাজসেবা সম্পাদক অধ্যক্ষ মাহবুবুর রহমান,মহিলা বিষয়ক সম্পাদক আকলিমা জাহান সহ কেন্দ্রীয় শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বুধবার রাতে স্বাধীনতা শিক্ষক পরিষদ এর দফতর সম্পাদক নারায়ণ চন্দ্র দাস স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান। এদিকে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার অনেক শিক্ষকদের সাথে যোগাযোগ করে জানা গেছে যে, বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক সমিতি বাগেরহাট জেলা শাখার সাধারন সম্পাদক শামসুল হক আনছারী এর নিজস্ব ফেসবুক আইডিতে লাইভে এসে এবিষয়ে বক্তব্য দেওয়ায় বিষয়টি মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়, এরই পরিপ্রেক্ষিতে স্বাধীনতা স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক পরিষদের উর্ধতন নেতৃবৃন্দ যাচাই বাছাই করে হয়তো এই সিদ্ধান্ত নিয়েছে।

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category