মাদারীপুর প্রতিনিধি
মুন্সিগঞ্জের শিমুলিয়া থেকে মাদারীপুরের বাংলাবাজার আসার পথে ড্রেজারের পাইপের সাথে ডাম্ব ফেরি রাণীগঞ্জের ধাক্কায় ফেরীর তলায় ফাটল, যাত্রী ও যানবাহন ঘাটে নামিয়ে দেয়ার পরে নোঙর করা হলে ফেরীটি ডুবে যায়। বাংলাবাজার ফেরী ঘাট সূত্রে জানা গেছে, গত রাত ১২ টার দিকে ডাম্ব ফেরী রানীগঞ্জ শিমুলিয়া ঘাট থেকে ২২ টি যানবাহন নিয়ে মাদারীপুরের বাংলাবাজার ঘাটে আসার সময়ে নদী খননের ড্রেজারের পাইপের সাথে ধাক্কা লেগে তলা ফেটে যায়। পরে দ্রুত ফেরীটি রাত ৪ টার দিকে বাংলাবাজার ঘাটে এসে যানবাহন নামিয়ে নোঙর করে রাখা হলে ভিতরে পানি প্রবেশ করে পুরো ফেরীটি ডুবে যায়।
Leave a Reply