মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫, ০৮:৪১ অপরাহ্ন

নাগরপুরে একই পরিবারের ৫ জন নিহত

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৪ ডিসেম্বর, ২০২০
  • ৭৫০ Time View

মোঃসবুজ রানা টাংগাইল জেলা প্রতিনিধি

মানিকগন্জের মূলকান্দি এলাকা নামক স্হানে ব্রীজ সংলগ্ন এ দুর্ঘটনা ঘটে। শুক্রবার (৪ ডিসেম্বর) দুপুর২.৩০মিনিটে ঢাকা থেকে ছেড়ে আসা নিউ ভিলেজ লাইন বাস ও দৌলতপুর থেকে ছেড়ে যাওয়া সিএনজি মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের ৫জন সহ ৭ জন নিহত হয়েছে। নিহত ব্যক্তিরা হলেন নাগরপুর চাষাভাদ্রা গ্রামের মৃত্যু নিতাই দাসের ছেলে হরেকৃষ্ণ(৫০)হরেকৃষ্ণের ছেলে গোবিন্দ দাস(২৬) হরেকৃষ্ণের ছেলে বউ ববিতা দাস(২০)গোবিন্দ দাসের মেয়ে রাধা দাস(৬)গোবিন্দ দাসের দাদু খুকি বালা দাস(৭৫)গোবিন্দ দাসের ধর্ম শ্বশুর রামপ্রসাদ দাস(৪০)সমেতপুর গ্রামের সদর উদ্দিনের ছেলে জামাল উদ্দিন(৩০)সিএনজি চালক। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া বিরাজ করছে। নিহত গোবিন্দ দাসের আত্মীয় স্বজনের সাথে কথা বলে জানা যায় গোবিন্দ দাসের মেয়ে রাধা দাসকে মানিকগন্জ হাসপাতালে ডাক্তার দেখানোর জন্য রওয়ানা হয়েছিলো কিন্তু মুলকান্দি এলাকায় পৌঁছাতেই এ দুর্ঘটনা ঘটে।দুর্ঘটনা পর থেকে বাস চালক ও হেলপার পলাতক। দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি)মো.রেজাউল করিম বলেন ঘটনাস্হলে ১ জন মারা যায় এবং মানিকগন্জ হাসপাতালে নেওয়ার সময় রাস্তায় আরো ৬ জন মারা যায়। বাস ও সিএনজি আটক করে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে।

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

More News Of This Category
Adsense