
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া স্বাস্থ্য পরীক্ষা করানোর জন্য এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন।
রোববার (২৩ নভেম্বর) রাত ৮টার দিকে তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, মেডিকেল বোর্ডের পরামর্শে প্রয়োজনীয় কিছু পরীক্ষা-নিরীক্ষার জন্য খালেদা জিয়াকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি কেবিনে আছেন।
চিকিৎসক আরও বলেন, পরীক্ষার ফলাফল পর্যালোচনা শেষে মেডিকেল বোর্ড পরবর্তী চিকিৎসা–সংক্রান্ত সিদ্ধান্ত নেবে।
এর আগে রোববার সন্ধ্যা সাড়ে ৭টায় তিনি গুলশানের বাসভবন ফিরোজা থেকে হাসপাতালে রওনা হন।
সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে গত শুক্রবার (২১ নভেম্বর) তিনি সেনাকুঞ্জে অনুষ্ঠিত অনুষ্ঠানে অংশ নেন।
গত ১৫ অক্টোবরও বেগম খালেদা জিয়া এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছিলেন এবং একদিন অবস্থান করে প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করেন।
৭৯ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস ও চোখের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন।