রবিবার, ২৩ নভেম্বর ২০২৫, ১০:১৩ অপরাহ্ন
শিরোনাম :

রাজশাহী-১ আসনে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে অবরোধ

মোঃ মনোয়ার হোসেন, রাজশাহী প্রতিনিধি
  • Update Time : রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫
  • ৩১ Time View
48

রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনে বিএনপির প্রাথমিক মনোনয়ন পাওয়া প্রার্থী পরিবর্তনের দাবিতে বিক্ষোভ করেছেন দলীয় নেতাকর্মীরা। শনিবার বিকেলে গোদাগাড়ীর সিঅ্যান্ডবি মোড়ে এ কর্মসূচি পালিত হয়।

বিকেলে রাজশাহী-১ আসনের আরেক মনোনয়নপ্রত্যাশী সুলতানুল ইসলাম তারেকের অনুসারীরা গোদাগাড়ীর মহিষালবাড়ি বাজার থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়ক হয়ে সিঅ্যান্ডবি মোড়ে যায়। এরপর নেতাকর্মীরা সেখানে শুয়ে পড়ে সন্ধ্যা পর্যন্ত মহাসড়ক অবরোধ করে রাখেন। এতে দুইপাশে দীর্ঘ যানজট দেখা দেয়।

এ কর্মসূচিতে সুলতানুল ইসলাম তারেকের ছোটভাই সাইফুল ইসলাম হীরকসহ হাজারখানেক নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন। তারা এ আসনে প্রাথমিক মনোনয়ন পাওয়া মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দিনের মনোনয়ন বাতিলের দাবি জানান। অভিযোগ করেন, তিনি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় বিএনএমের প্রার্থী হতে চেয়েছিলেন।

স্থানীয় বিএনপি নেতাকর্মীদের অভিযোগ, দলের দুঃসময়ে শরীফ উদ্দিন এলাকায় ছিলেন না, কর্মীদের পাশে দাঁড়াননি। এখন তাকে মনোনয়ন দেয়া হয়েছে। এতে তৃণমূলের নেতা-কর্মীরা তার পক্ষে এলাকায় ভোট প্রার্থনা করতে চান না। আগমীতে সুযোগ থাকলেও কেবল প্রার্থীর কারণে আসননি হারাতে হতে পারে।

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

More News Of This Category
Adsense