ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বৃদ্ধি পেলো
নিজস্ব প্রতিবেদক
Update Time :
শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫
২৬
Time View
কার্জন হল ও ঢাবির লোগো। ছবি : সংগৃহীত
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বৃদ্ধি পেলো
ঢাকা বিশ্ববিদ্যালয় ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তি আবেদন ও ফি জমার সময়সীমা তিন দিন বৃদ্ধি করেছে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটির জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। নতুন সময়সূচি অনুযায়ী, পূর্বনির্ধারিত ১৬ নভেম্বরের পরিবর্তে আবেদন ও ফি জমার শেষ সময়সীমা ১৯ নভেম্বর ২০২৫ পর্যন্ত (মোট তিন দিন বৃদ্ধি) নির্ধারণ করা হয়েছে। ভর্তিচ্ছু শিক্ষার্থীরা ১৯ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত আবেদন এবং ফি জমা দিতে পারবেন।
35
ঢাকা বিশ্ববিদ্যালয় ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তি আবেদন ও ফি জমার সময়সীমা তিন দিন বৃদ্ধি করেছে।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটির জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
নতুন সময়সূচি অনুযায়ী, পূর্বনির্ধারিত ১৬ নভেম্বরের পরিবর্তে আবেদন ও ফি জমার শেষ সময়সীমা ১৯ নভেম্বর ২০২৫ পর্যন্ত (মোট তিন দিন বৃদ্ধি) নির্ধারণ করা হয়েছে।
ভর্তিচ্ছু শিক্ষার্থীরা ১৯ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত আবেদন এবং ফি জমা দিতে পারবেন।
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।