শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫, ০৩:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
স্বর্ণের দাম আবার বাড়লো, ৩ সপ্তাহের মধ্যে সর্বোচ্চ স্তরে পৌঁছালো কেনাবেচা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বৃদ্ধি পেলো শেষ মুহূর্তের আঘাতে নেপালের বিপক্ষে জয় হাতছাড়া করল বাংলাদেশ আল শারার স্ত্রীসংখ্যা জানতে চেয়ে ট্রাম্পের রসিকতা গয়েশ্বর: প্রশাসনকে জনগণের পাশে থাকতে হবে ২৩ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ বিচারকের বাসায় ঢুকে ছেলেকে হত্যা, উন্মোচিত হলো নেপথ্যের রহস্য শার্শায় উন্নয়ন ও মাদকমুক্ত সমাজ গড়তে ধানের শীষের বিজয় করতে হবে-মফিকুল হাসান তৃপ্তি সুনামগঞ্জে ভুয়া ব্যবসায়ী সেঁজে কোটি টাকার প্রতারণা গাইবান্ধায় র‌্যাবের অভিযানে সংঘবদ্ধ চক্রের ৬ সদস্য গ্রেফতার জাতীয় সংসদ নির্বাচনে সকল ভেদাভেদ ভুলে ধানের শীষকে বিজয়ী করতে কাজ করবেন সেলিমুজ্জামান সেলিম

আল শারার স্ত্রীসংখ্যা জানতে চেয়ে ট্রাম্পের রসিকতা

আন্তর্জাতিক ডেস্ক
  • Update Time : শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫
  • ২০ Time View
ছবি : সংগৃহীত
32

হোয়াইট হাউসে এবার ঘটল এক ব্যতিক্রমী ও রসাত্মক মুহূর্ত। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করতে এসেছিলেন সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল শারা। দেখা হতেই ট্রাম্প হঠাৎ করেই আল শারার গায়ে ছিটিয়ে দিলেন সুগন্ধি, এরপর হাতে ধরিয়ে দিলেন এক বোতল পারফিউম।

মুহূর্তেই পুরো ঘর ভরে গেল মনোমুগ্ধকর সুবাসে, আর উপস্থিত সবাই হেসে উঠলেন অট্টহাসিতে। ঠিক তখনই ট্রাম্প রসিকতা করে জিজ্ঞেস করলেন, “তো বলুন, আপনার কয়জন স্ত্রী?”

অপ্রত্যাশিত প্রশ্নে খানিকটা বিভ্রান্ত হলেও আল শারা হাসিমুখে জবাব দিলেন, “মাত্র একজন।” ট্রাম্প তখন চোখ টিপে বললেন, “ঠিক আছে, আগেভাগে তো অনুমান করা যায় না।”

ওয়াশিংটনে অনুষ্ঠিত এই বৈঠকের ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই দ্রুত ভাইরাল হয়। এটি যুক্তরাষ্ট্র সফরে কোনো সিরীয় নেতার প্রথম উপস্থিতি।

৪৩ বছর বয়সী আহমেদ আল শারা একসময় আল-কায়েদা সংশ্লিষ্ট আল-নুসরা ফ্রন্টের নেতৃত্বে ছিলেন। গত ডিসেম্বর তিনি দীর্ঘদিনের প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে ক্ষমতাচ্যুত করে নতুন সরকার গঠন করেন।

তার এই সফরের মাধ্যমে যুক্তরাষ্ট্র সিরিয়ার ওপর আরোপিত নিষেধাজ্ঞা ছয় মাসের জন্য স্থগিত করেছে—যা দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে এক বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে।

বৈঠক শেষে ট্রাম্প বলেন, “আহমেদ আল শারা এক কঠিন জায়গা থেকে এসেছে, কিন্তু সে দৃঢ়চেতা মানুষ। আমরা চাই সিরিয়া সফল হোক।”

উল্লেখ্য, আহমেদ আল শারার স্ত্রীর নাম লতিফা আল দ্রৌবি। ১৯৮৪ সালে জন্ম নেওয়া লতিফা দামেস্ক বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সময় আল শারার সঙ্গে পরিচিত হন। ২০১২ সালে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন। এই দম্পতির তিন সন্তান রয়েছে।

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

More News Of This Category
Adsense