মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫, ০২:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
বিসিবিতে নতুন যুগের সূচনা আমিনুলের ঘোষণার মধ্য দিয়ে “প্রাথমিক শিক্ষকদের আন্দোলন শেষ” বা “প্রাথমিক শিক্ষকদের আন্দোলন স্থগিত” মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষা হবে ১২ ডিসেম্বর, আবেদনের শুরু মঙ্গলবার বিপিএলের নিলাম স্থগিত হলো “দিল্লিকে কাঁপানো ৩৭ মিনিট: ঘটনার বিবরণ” দিল্লিতে বিস্ফোরণ : মুম্বাই ও উত্তরপ্রদেশে জারি করা হয়েছে উচ্চ সতর্কতা সরকারি কর্মচারীদের আয়কর কর্তনের নতুন নির্দেশনা রাজধানীর সব ধর্মীয় প্রতিষ্ঠানে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে : প্রেস উইং আ.লীগের দেশবিরোধী চক্রান্ত প্রতিহত করা হবে : লায়ন ফারুক মাদারীপুরে মোটরসাইকেল ও বাইসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১, আহত ২

“প্রাথমিক শিক্ষকদের আন্দোলন শেষ” বা “প্রাথমিক শিক্ষকদের আন্দোলন স্থগিত”

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : সোমবার, ১০ নভেম্বর, ২০২৫
  • ৩১ Time View
শিক্ষকদের ব্রিফিং। ছবি : সংগৃহীত
53

রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি ও কর্মবিরতি চালানো সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা ১১তম গ্রেডে বেতনের আশ্বাস পাওয়ায় আন্দোলন প্রত্যাহার করেছেন।

সোমবার (১০ নভেম্বর) সন্ধ্যায় সচিবালয়ের অর্থ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অর্থ মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে আলোচনার পর এই ঘোষণা দেন ‘প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ’-এর আহ্বায়ক ও বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি (শাহিন-লিপি)-এর সাধারণ সম্পাদক খায়রুন নাহার লিপি।

খায়রুন নাহার লিপি বলেন, “আজ আমরা দীর্ঘ সময় ধরে অর্থ সচিব ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিবের সঙ্গে আলোচনায় বসেছি। আমাদের মূল দাবি হলো দশম গ্রেড, এবং তা থেকে আমরা সরব থাকব। তবে বাস্তব পরিস্থিতির ভিত্তিতে অর্থ ও প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয় ১১তম গ্রেড প্রদানের সিদ্ধান্ত নিয়েছে। যেহেতু প্রধান শিক্ষকরা ১০ম গ্রেড পেয়েছেন, তাই সহকারী শিক্ষকদের জন্য ১১তম গ্রেড যুক্তিসঙ্গত।”

তিনি আরও যোগ করেন, “এ মুহূর্তে এটি প্রাথমিক শিক্ষকদের জন্য যুগান্তকারী সাফল্য। আমরা আগে ১২তম গ্রেডের আশায় ছিলাম, কিন্তু এখন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং অর্থ মন্ত্রণালয় লিখিতভাবে নিশ্চিত করেছেন যে, ১১তম গ্রেড দ্রুততম সময়ের মধ্যে পে-কমিশনে পাঠানো হবে এবং এরপর অর্থ মন্ত্রণালয় দ্রুত সহকারী শিক্ষকদের ১১তম গ্রেডে উন্নীত করবেন।”

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

More News Of This Category
Adsense