
১২ দলীয় জোটের অন্যতম শীর্ষ নেতা ও ন্যাশনাল লেবার পার্টির চেয়ারম্যান লায়ন মো. ফারুক রহমান বলেছেন, আগামী ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন বানচালের জন্য পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগ নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তারা দেশবিরোধী চক্রান্তও করছে। এসব ষড়যন্ত্রের ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে এবং ঐক্যবদ্ধভাবে আওয়ামী লীগের সব দেশবিরোধী তৎপরতা রুখে দিতে হবে।
সোমবার (১০ নভেম্বর) রাজধানীর পুরানা পল্টনের জামান টাওয়ারে দলীয় কার্যালয়ে ন্যাশনাল লেবার পার্টি ঢাকা মহানগর আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
লায়ন ফারুক রহমান বলেন, “আজ গণতন্ত্র ও নির্বাচন নিয়ে ষড়যন্ত্র চলছে। গণতন্ত্র ও নির্বাচন নিয়ে ষড়যন্ত্র মানে দেশ নিয়ে ষড়যন্ত্র। যারা নির্বাচন বানচাল বা বিলম্বিত করার অপচেষ্টা করছে, তাদের পরিণতি শুভ হবে না। সব ষড়যন্ত্রের মোকাবিলায় আমাদের প্রস্তুত থাকতে হবে। জনগণের শক্তিতেই এসব ষড়যন্ত্র ব্যর্থ করা হবে। জনগণের ভোটাধিকার কেড়ে নিতে চাইলে জনগণই তাদের প্রতিহত করবে।”
তিনি আরও বলেন, “ক্ষমতা কুক্ষিগত করার লক্ষ্যে ফ্যাসিস্ট আওয়ামী লীগ গত ১৫ বছরে দেশে কোনো অংশগ্রহণমূলক ও অর্থবহ নির্বাচন হতে দেয়নি। নির্বাচনের নামে প্রহসন চালিয়ে মানুষের ভোটাধিকার হরণ করেছে। একই সঙ্গে বাকস্বাধীনতা, ব্যক্তি স্বাধীনতা ও সংবাদপত্রের স্বাধীনতাও হরণ করেছে। ফলে দেশে গণতান্ত্রিক প্রক্রিয়া দীর্ঘদিন ধরে ভূলুণ্ঠিত হয়েছে। ২৪ তারিখের ছাত্র-জনতার অভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনার কর্তৃত্ববাদী শাসনের অবসান ঘটলেও দেশে গণতন্ত্র এখনো পুরোপুরি প্রতিষ্ঠিত হয়নি। তাই দেশে অবিলম্বে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের প্রয়োজন।”
১২ দলীয় জোটের এই শীর্ষ নেতা আরও বলেন, “দেশবাসী মনে করে, এই মুহূর্তে সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য যে পরিমাণ সংস্কার দরকার, তা দ্রুত সম্পন্ন করে ঘোষিত সময়ের মধ্যেই নির্বাচন অনুষ্ঠিত করাই অন্তর্বর্তী সরকারের মূল দায়িত্ব। আর সেই নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে নির্বাচিত প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করেই দেশকে পুনরায় কাঙ্ক্ষিত গণতান্ত্রিক ধারায় ফিরিয়ে আনতে হবে।”
আলোচনা সভায় সভাপতিত্ব করেন ঢাকা মহানগর ন্যাশনাল লেবার পার্টির সভাপতি মাইদুল ইসলাম আসাদ। সভায় আরও বক্তব্য রাখেন জাতীয়তাবাদী কৃষক দলের সাবেক দপ্তর সম্পাদক এস কে সাদী, ন্যাশনাল লেবার পার্টির মুখপাত্র মো. শরিফুল ইসলাম প্রমুখ।