Update Time :
10:26:06 pm, Saturday, 8 November 2025
22
Time View
মাদারীপুর-১ আসনে বাসার সিদ্দিকির গণসংযোগ ও র্যালি অনুষ্ঠিত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে মাদারীপুর-১ (শিবচর) আসনে বাড়ছে রাজনৈতিক উষ্ণতা। জনগণের ভালোবাসায় সিক্ত বাসার সিদ্দিকি ব্যাপক গণসংযোগ ও র্যালি করেছেন। শনিবার বিকেলে উপজেলার ৭১ চত্তরে অনুষ্ঠিত এ গণসংযোগে স্থানীয় নেতা-কর্মী ও সাধারণ মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। গণসংযোগকালে বাসার সিদ্দিকি বলেন, “জনগণের ভালোবাসাই আমার সবচেয়ে বড় শক্তি। আমি সবসময় মানুষের পাশে ছিলাম, আছি এবং থাকব। দেশের উন্নয়ন ও জনগণের কল্যাণে কাজ করাই আমার একমাত্র লক্ষ্য।” র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এক বিশাল সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। সমাবেশে বক্তারা আসন্ন নির্বাচনে বাসার সিদ্দিকিকে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
34
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে মাদারীপুর-১ (শিবচর) আসনে বাড়ছে রাজনৈতিক উষ্ণতা। জনগণের ভালোবাসায় সিক্ত বাসার সিদ্দিকি ব্যাপক গণসংযোগ ও র্যালি করেছেন।
শনিবার বিকেলে উপজেলার ৭১ চত্তরে অনুষ্ঠিত এ গণসংযোগে স্থানীয় নেতা-কর্মী ও সাধারণ মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
গণসংযোগকালে বাসার সিদ্দিকি বলেন,
“জনগণের ভালোবাসাই আমার সবচেয়ে বড় শক্তি। আমি সবসময় মানুষের পাশে ছিলাম, আছি এবং থাকব। দেশের উন্নয়ন ও জনগণের কল্যাণে কাজ করাই আমার একমাত্র লক্ষ্য।”
র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এক বিশাল সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। সমাবেশে বক্তারা আসন্ন নির্বাচনে বাসার সিদ্দিকিকে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।