“আমন ধান সংগ্রহ অভিযান নির্বিঘ্ন রাখতে কর্মকর্তাদের বদলি স্থগিত”
জনপদ ডেস্ক
Update Time :
মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫
২৯
Time View
ছবি : সংগৃহীত
“আমন ধান সংগ্রহ অভিযান নির্বিঘ্ন রাখতে কর্মকর্তাদের বদলি স্থগিত”
সোমবার (৩ নভেম্বর) খাদ্য মন্ত্রণালয় একটি অফিস আদেশ জারি করেছে। অফিস আদেশে বলা হয়েছে, সরকারি পর্যায়ে আমন ধান সংগ্রহ অভিযানে খাদ্য অধিদপ্তরের এলএসডি, সিএসডি এবং সাইলোগুলোর কর্মকর্তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। আগামী মৌসুমে আমন সংগ্রহের লক্ষ্য অর্জন এবং সংগ্রহ অভিযান নির্বিঘ্নভাবে চালানোর জন্য পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এলএসডিগুলোর ভারপ্রাপ্ত কর্মকর্তা, সিএসডিগুলোর ব্যবস্থাপক ও সাইলোগুলোর সাইলো অধীক্ষকদের বদলি বা পদায়ন স্থগিত থাকবে। শুধুমাত্র অবসর বা মৃত্যুজনিত কারণে পদ শূন্য হলে খাদ্য অধিদপ্তরের মহাপরিচালকের অনুমোদন সাপেক্ষে এসব কর্মকর্তাদের বদলি বা পদায়ন করা যাবে বলে অফিস আদেশে উল্লেখ করা হয়েছে। অফিস আদেশে আরও বলা হয়েছে, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনের ভিত্তিতে জনস্বার্থে জারি হওয়া...
56
সোমবার (৩ নভেম্বর) খাদ্য মন্ত্রণালয় একটি অফিস আদেশ জারি করেছে।
অফিস আদেশে বলা হয়েছে, সরকারি পর্যায়ে আমন ধান সংগ্রহ অভিযানে খাদ্য অধিদপ্তরের এলএসডি, সিএসডি এবং সাইলোগুলোর কর্মকর্তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। আগামী মৌসুমে আমন সংগ্রহের লক্ষ্য অর্জন এবং সংগ্রহ অভিযান নির্বিঘ্নভাবে চালানোর জন্য পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এলএসডিগুলোর ভারপ্রাপ্ত কর্মকর্তা, সিএসডিগুলোর ব্যবস্থাপক ও সাইলোগুলোর সাইলো অধীক্ষকদের বদলি বা পদায়ন স্থগিত থাকবে।
শুধুমাত্র অবসর বা মৃত্যুজনিত কারণে পদ শূন্য হলে খাদ্য অধিদপ্তরের মহাপরিচালকের অনুমোদন সাপেক্ষে এসব কর্মকর্তাদের বদলি বা পদায়ন করা যাবে বলে অফিস আদেশে উল্লেখ করা হয়েছে।
অফিস আদেশে আরও বলা হয়েছে, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনের ভিত্তিতে জনস্বার্থে জারি হওয়া এই নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে।
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।